ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি: BCS প্রস্তুতি -সাধারণ জ্ঞান পর্ব ৩৫

প্রশ্ন : মোনালিসা চরিত্রটি কোন রচনার?

উত্তর : আমরা তিনজন

প্রশ্ন : অন্যনায়ক নামক গল্পগ্রন্থের রচয়িতা কে?

উত্তর : নাজমা জেসমিন চৌধুরী

প্রশ্ন : কোন কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?

উত্তর : জয়দেব

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু কোন ধরনের পত্রিকা ছিল?

উত্তর : দৈনিক

প্রশ্ন : একি অকস্মাৎ হলো বজ্রপাত! কি আর লিখিবে কবি।

‘বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালে লুকালো ছবি।’ এ ছন্দ দুটি কোন কবির লেখা?

উত্তর : ইসমাইল হোসেন সিরাজী

প্রশ্ন : সম্মুখে শান্তি পারাবার ভাসাও

তরী হে

কণর্ধার তুমি হবে চিরসাথী লও লও হে ক্রোড়পতি অসীমের পথে জ্বলিবে

জ্যোতি ধ্রæবতারার। কাব্যাংশটির

রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন: দাউদ হায়দার রচিত ‘রাজপুত্র’ কোন জাতীয় রচনা?

উত্তর : মুক্তিযুদ্ধভিত্তিক

প্রশ্ন : বনলতা সেন কবিতাটি জীবনানন্দ দাস কোন ভাষার কবিতা অবলম্বনে রচনা করেছেন?

উত্তর : ইংরেজি

প্রশ্ন : ‘বাঙ্গালিরা ঠেকে শেখে’ এই উক্তিটি কার?

উত্তর : প্রমথ চৌধুরীর

প্রশ্ন : ‘চারণ কবি’ কে?

উত্তর : মুকুন্দ দাস

প্রশ্ন : গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন কে?

উত্তর : যশোর সাহিত্য সংঘ

প্রশ্ন : চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমন করেন?

উত্তর : সপ্তম শতকে।

প্রশ্ন : বাংলার শাসনপদ্ধতি সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে?

উত্তর : গুপ্ত যুগে।

প্রশ্ন : কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধমের্র প্রসার ঘটে?

উত্তর : সম্রাট অশোকের আমলে।

প্রশ্ন : প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?

উত্তর : এশিয়া ও আফ্রিকা মহাদেশ।

প্রশ্ন : প্রাচীন বাংলাদেশ কয়টি জনপদে বিভক্ত ছিল?

উত্তর : তিনটি জনপদে।

প্রশ্ন : আযের্দর ধমর্গ্রন্থের নাম কী?

উত্তর : বেদ।

প্রশ্ন : বৈদিক যুগের শিক্ষার ভাষা কী ছিল?

উত্তর : সংস্কৃত।

প্রশ্ন : বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?

উত্তর : অস্ট্রিক।

প্রশ্ন : ব্রাহ্মীলিপি কিভাবে লেখা হতো?

উত্তর : বাম থেকে ডানে

প্রশ্ন : কোন বাঙালি কবি ইংরেজি কাব্যগ্রন্থ ভিসন অফ দি পাস্ট’ রচনা করেন?

উত্তর : মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন : স্বদেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : সুকুমার রায়

প্রশ্ন : দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয়?

উত্তর : মুসলিম শাসনামলের প্রথম দিকে।

প্রশ্ন : সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কী নামে পরিচিত ছিল?

উত্তর : সুবহ-ই-বাঙ্গালাহ্ নামে।

প্রশ্ন : ইবহমধষ এবং ইধহমষধ কোন শব্দের রূপান্তর?

উত্তর : ফারসি ‘বাঙ্গালহ্’ শব্দের।

প্রশ্ন : কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?

উত্তর : আইন-ই-আকবরী গ্রন্থে।

প্রশ্ন : সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?

উত্তর : পাঠান আমলে।

প্রশ্ন : প্রাচীন কণর্সুবণর্ বলতে কোন অঞ্চলকে বোঝায়?

উত্তর : আধুনিক মুশির্দাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।

প্রশ্ন : আযর্গণ কবে বাংলাদেশে আগমন করেন?

উত্তর : ২০০০ খ্রিস্টপূবাের্ব্দ।

প্রশ্ন : আযর্গণ আগমনের পূবের্ এ দেশে কাদের বসবাস ছিল?

উত্তর : অনাযের্দর।

প্রশ্ন : বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?

উত্তর: ৩-৫ বছর।

প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে?

উত্তর: ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বতর্মান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কী?

উত্তর: বালুয়াতর্ (মেক্সিকো)।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

উত্তর: চীন।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর: ট্যুভালু।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

উত্তর: ইন্দোনেশিয়া।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?

উত্তর: মালদ্বীপ।

প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে জাতিসংঘের পযের্বক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায়?

উত্তর: ২ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাঙালি জাতির পরিচয় কী?

উত্তর : শংকর জাতি।

প্রশ্ন : ৮ নভেম্বর ২০১২ ইন্টারপোলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: মিরিল্লি বাল্লেসট্রাজিছ (ফ্রান্স)।

প্রশ্ন : ক্রোম বুক কী?

উত্তর: গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ।

প্রশ্ন : বাংলাদেশে গুগলের আনুষ্ঠানিক কাযর্ক্রম শুরু হয় কত তারিখে?

উত্তর: ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বিশ্বের কোন দেশে প্রথম ফোর জি (৪এ) প্রযুক্তি চালু হয়?

উত্তর: দক্ষিণ কোরিয়ায় (২০০৬ সালে)

প্রশ্ন : পরমাণু মডেলের জনক কে?

উত্তর: নিলস বোর (ডেনমাকর্)।

প্রশ্ন : বিশ্বের কতটি দেশে গুগল কাযার্লয় পরিচালনা করছে?

উত্তর: ৪৯টি দেশে।

প্রশ্ন : ভাসমান হাসপাতাল রংধনুর উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ১৪ নভেম্বর ২০১২।

প্রশ্ন : নারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি সময় হঁাটার রেকডর্ করেন কে?

উত্তর: ভারতীয় বংশোদ্ভূত মাকির্ন নভোচারী সুনিতা উইলিয়ামস।

প্রশ্ন : জাতিসংঘের আহবানে সারাবিশ্বে মালালা দিবস পালিত হয় কত তারিখে?

উত্তর: ১০ নভেম্বর ২০১২।


SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জেনে রাখি: BCS প্রস্তুতি -সাধারণ জ্ঞান পর্ব ৩৫"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All