২৭. দ্বিগু সমাসের উদাহরণÑ
ক. তিন কালের সমাহার=ত্রিকাল
খ. দু’দিকে অপ যার=দ্বীপ
গ. একদিকে চোখ যার=একচোখা
ঘ. অক্ষির আগোচরে=পরোক্ষ
সঠিক উত্তর : ক. তিন কালের সমাহার=ত্রিকাল
২৮. অনেক বৈয়াকরণ কোন সমাসকে তৎপুরুষ সমাসের অন্তভুর্ক্ত করেছে?
ক. দ্বিগুকে
খ. বহুব্রীহিকে
গ. কমর্ধারয়কে
ঘ. দ্ব›দ্বকে
সঠিক উত্তর : গ. কমর্ধারয়কে
২৯. বহুব্রীহি সমাসের পূবর্পদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?
ক. সমানাধিকরণ বহুব্রীহি
খ. ব্যাধিকরণ বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. প্রত্যায়ান্ত বহুব্রীহি
সঠিক উত্তর : খ. ব্যাধিকরণ বহুব্রীহি
৩০. মহাকীতির্ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহান কীতির্ যার
খ. মহা যে কীতির্
গ. মহতী যে কীতির্
ঘ. মহান যে কীতির্
সঠিক উত্তর : গ. মহতী যে কীতির্
৩১. পূবর্পদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
ক. ব্যাধিকরণ
খ. সমানাধীকরণ
গ. প্রত্যায়ান্ত বহুব্রীহি
ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি
সঠিক উত্তর : খ. সমানাধীকরণ
৩২. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সবর্নাম
ঘ. কৃদন্ত
সঠিক উত্তর : ক. বিশেষ্য
৩৩. ‘জায়া’ শব্দটি বহুব্রীহি সমাসে কী হয়?
ক. স্ত্রী
খ. জানি
গ. যুবতী
ঘ. পতœী
সঠিক উত্তর : খ. জানি
৩৪. ‘জীবননাশের আশঙ্কায় যে বীমা=জীবনবীমা’ কোন কমর্ধারয় সমাস?
ক. উপমান
খ. উপমিত
গ. রূপক
ঘ. মধ্যপদলোপী
সঠিক উত্তর : ঘ. মধ্যপদলোপী
৩৫. ‘গজনীর রাজা=গৎনীরাজ’ এটি কোন সমাসের উদাহরণ?
ক. পঞ্চমী তৎপুরুষ সমাস
খ. ষষ্ঠী তৎপুরুষ সমাস
গ. উপপদ তৎপুরুষ সমাস
ঘ. অলুক ষষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর : খ. ষষ্ঠী তৎপুরুষ সমাস
৩৬. কোনটি মধ্যপদলোপী কমর্ধারয় সমাসের উদাহরণ?
ক. কদাচার
খ. সাহিত্যসভা
গ. অরুণরাঙা
খ. সকালসন্ধ্যা
সঠিক উত্তর : খ. সাহিত্যসভা
৩৭. কোনটিতে ‘সামীপ্য’ অথের্ ‘উপ’ ব্যবহৃত হয়েছে?
ক. উপবন
খ. উপনদী
গ. উপক‚ল
ঘ. উচ্ছৃঙ্খল
সঠিক উত্তর : গ. উপক‚ল