Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


জেএসসি/জেডিসি রেজাল্ট ২৪ ডিসেম্বর, রেজাল্ট নিবেন যেভাবে | JSC/JDC Results 2018


এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৫ নভেম্বর।

জেএসসি ও জেডিসিতে সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ১৮ হাজার ৩৮২ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ লাখ ৫৩ হাজার ৩৮৭ জন।

মোট অনুপস্থিতি ছিল ৬৪ হাজার ৯৯৫ জন। আর মোট বহিষ্কার হয়েছে ৩৪ জন।

যেভাবে রেজাল্ট নিবেন

স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং sms এর মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর রেজাল্ট নিতে পারবেন। এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bdথেকে রেজাল্ট পাওয়া যাবে। তবে দেখা যায় যে, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ডাউন হয়ে যায়। ফলে রেজাল্ট নিতে খুব অসুবিধা হয়। তাই রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্রই মার্কশীটসহ রেজাল্ট পেতে  https://result.exambd.info ওয়েবসাইটে ভিজট করুন। ইনশাল্লাহ কোন ঝামেলা ছাড়াই রেজাল্ট পাবেন।

SMS এর মাধ্যে যেভাবে রেজাল্ট নিবেন

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন JSC/JDC <space>বোর্ডের প্রথম তিনটি অক্ষর <space>রোল নম্বর <space>পরীক্ষার সাল। এর পর 16222 নাম্বারে পাঠাতে হবে।


উদাহরণ: জেএসসি এর জন্য:

 JSC JES 979746 2018 এবং পাঠাতে হবে 16222 নাম্বারে

জেডিসি এর জন্য:

JDC MAD 979746 2018 এবং পাঠাতে হবে 16222 নাম্বারে


বি:দ্র: কেবল মাত্র রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই এসএমএস করতে হবে। তার আগে করলে হবে না। তবে সাধারণত এসএমএস করার সাথে সাথেই রেজাল্ট পাওয়া যায় না। কিছু সময় অপেক্ষা করা লাগে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!