প্রশ্ন : নিচের বাক্যগুলোকে নিদের্শ অনুসারে রূপান্তর কর।
প্রশ্ন-৪
১. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
২. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক)
৩. সে দরিদ্র বটে, কিন্তু সত্যবাদী। (জটিল)
৪. যারা জ্ঞানী, তারা সত্যিকার ধনী। (সরল)
৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
৬. সে একটু বিস্মিত না হয়ে পারে না। (অস্তিবাচক)
৭. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যতœ নিচ্ছে কেউ। (নেতিবাচক)
৮. শত্রæতা অনেকের সঙ্গেই থাকে, বন্ধুত্ব থাকে কম মানুষের সঙ্গে। (সরল)
উত্তর :
১. সরস্বতী কি বর দেবেন না?
২. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না।
৩. যদিও তিনি দরিদ্র, তথাপি তিনি সত্যবাদী।
৪. জ্ঞানীরাই সত্যিকার ধনী।
৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
৬. সে একটু বিস্মিত হলো।
৭. সন্দেহ থাকে না যে, তুলসীগাছটির কেউ যতœ নিচ্ছে।
৮. অনেকের সঙ্গে শত্রæতা থাকলেও বন্ধুত্ব থাকে কম মানুষের সঙ্গে।
প্রশ্ন-৫
১. ভুল সবাই করে। (প্রশ্নবোধক)
২. আমি এ সাক্ষী চাই না। (জটিল)
৩. যে ভিক্ষা চায় তাকে দান কর। (সরল)
৪. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক)
৫. তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক)
৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)
৭. তারা যাবে না কোথাও। (অস্তিবাচক)
উত্তর :
১. সবাই কি ভুল করে?
২. আমি সেই ব্যক্তি যে এ সাক্ষী চাই না।
৩. ভিক্ষুককে দান কর।
৪. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
৫. তোমার নাম বলো।
৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়।
৭. তারা এখানেই থাকবে।
প্রশ্ন-৬
১. ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব। (জটিল)
২. অন্ধকে আলো দাও। (জটিল)
৩. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। (সরল)
৪. তুমি আসবে এবং আমি যাব। (সরল)
৫. ফুল সবাই ভালোবাসে। (প্রশ্নবোধক)
৬. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
৭. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
উত্তর :
১. যখন ঈদের ছুটি হবে, তখন আমরা বাড়ি যাব।
২. যে অন্ধ, তাকে আলো দাও।
৩. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে।
৪. তুমি আসবে আমি যাব।
৫. ফুল কে না ভালোবাসে?
৬. দৃশ্যটি কী সুন্দর!
৭. বাংলাদেশ কী একটি উন্নয়নশীল দেশ নয়?