#জেনে_রাখি
প্রশ্ন : লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : গণচীন।
প্রশ্ন : এশিয়ার মোট উপক‚ল রেখার দৈর্ঘ্য কত?
উত্তর : ৫৭,৯৫০ কি.মি.।
প্রশ্ন : জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান?
উত্তর : কোরিয়া উপদ্বীপ।
প্রশ্ন : পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?
উত্তর : বাহরাইন দ্বীপ।
প্রশ্ন : পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে?
উত্তর : ৬০.৬ ভাগ।
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
উত্তর : ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.)।
প্রশ্ন : এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তর : সালউইন।
প্রশ্ন : এশিয়ার দীর্ঘতম নদীগুলোর নাম কী?
উত্তর : ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রহ্মপুত্র (২৭০০ কি.মি.)।
প্রশ্ন : ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত?
উত্তর : সানপো।
প্রশ্ন : এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর : কাস্পিয়ান সাগর, (১, ৪৩, ২৪৪ বর্গ কি.মি.)।
প্রশ্ন : এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর : বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার)।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার আয়তন কত?
উত্তর : ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি.।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : ভারত।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।
প্রশ্ন : এশিয়ার সবোর্চ্চ বিন্দু কোনটি?
উত্তর : এভারেস্ট।
প্রশ্ন : এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি?
উত্তর : লোহিত সাগর।
প্রশ্ন : এভারেস্টের উচ্চতা কত?
উত্তর : ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায়।
প্রশ্ন : এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তর : গডউইন অষ্টিন।
প্রশ্ন : গডউইন অষ্টিন পর্বত ঠলঙ্গের অবস্থান কোন পবর্ত শ্রেণিতে?
উত্তর : কারাকোরাম।
প্রশ্ন : কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে?
উত্তর : ভারত ও পাকিস্তান।
প্রশ্ন : সি›দ্ধু নদ কোথায় পতিত হয়েছে?
উত্তর : আরব সাগরে।
প্রশ্ন : গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর : বঙ্গোপসাগরে।