PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

40th BCS প্রস্তুতি: সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে MCQ প্রশ্নোত্তর

১। বিশ্ব বাংলা গেট কোথায় অবস্থিত?

     ক. লন্ডন, যুক্তরাজ্য 


     খ. কলকাতা, ভারত


     গ. রিয়াদ, সৌদি আরব


     ঘ. ফ্রিটাউন, সিয়েরা লিওন


২। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ পালিত হয়—


     ক. ১০ নভেম্বর ২০১৮ 


     খ. ১১ নভেম্বর ২০১৮


     গ. ১২নভেম্বর ২০১৮ 


     ঘ. ১৩ নভেম্বর ২০১৮


৩। প্রথমবারের মতো আফগান সরকার ও তালেবানদের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?


     ক. রাশিয়া   খ. ভারত


     গ. যুক্তরাষ্ট্র     ঘ. যুক্তরাজ্য


৪। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন ‘আসিয়ান’-এর ৩৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?


     ক. সিঙ্গাপুর      খ. থাইল্যান্ড


     গ. ফিলিপাইন      ঘ. ইন্দোনেশিয়া


৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্রের নাম কী?


    ক. শেখ হাসিনা : এ মাদার’স স্টোরি 

 খ. হাসিনা : এ ডটার’স টেল


     গ. শেখ হাসিনা : দ্য লিডার


     ঘ. হাসিনা : হিউম্যানিটি অব মাদার


৬। ‘স্ট্যান লি’ ছিলেন একজন—


     ক. কমিক লেখক    খ. দার্শনিক


     গ. রাজনীতিবিদ     ঘ. পদার্থবিদ


৭। সম্প্রতি বিজ্ঞানীরা পরিমাপের কোন এককটির নতুন সংজ্ঞা নির্ণয় করেছেন?


     ক. গ্রাম      খ. কিলোগ্রাম


     গ. মিটার      ঘ. কিলোমিটার


৮। ‘এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা’র (এপেক) ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?


     ক. অস্ট্রেলিয়া     খ. জাপান


     গ. পেরু          ঘ. পাপুয়া নিউগিনি


৯। সবচেয়ে কম বয়সী টেস্ট অভিষিক্ত বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড করেছে কোন বাংলাদেশি?


     ক. মেহেদী হাসান      খ. তাইজুল ইসলাম


     গ. নাঈম হাসান     ঘ. জুবায়ের হোসেন


১০.‘ইন্টারপোল’-এর বর্তমান প্রেসিডেন্টের

      নাম কী?


   ক. কিম জং ইয়াং 

 খ. মেং হং হয়ে


 গ. জার্গেন স্টোক 

 ঘ. খু মুন হুই


১১। ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ দিবসের পরিবর্তিত নাম কী?


     ক. জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস


     খ. জাতীয় যোগাযোগ দিবস


     গ. উন্নয়নশীল বাংলাদেশ দিবস


     ঘ. ডিজিটাল বাংলাদেশ দিবস


১২। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের তথ্য মতে, নারীদের ওপর সহিংসতার দিক থেকে সবচেয়ে বিপজ্জনক কোন মহাদেশ?


ক. এশিয়া        খ. আফ্রিকা


  গ. ইউরোপ     ঘ. আমেরিকা


১৩। সম্প্রতি নাসার মহাকাশযান ‘ইনসাইট’ কোন গ্রহে অবতরণ করে?


     ক. শনি               খ. মঙ্গল


     গ. বুধ              ঘ. বৃহস্পতি


১৪। পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করেছে কোন দেশ?


     ক. ভারত      খ. বাংলাদেশ


     গ. ভুটান        ঘ. ‘ক ও খ’ উভয়


১৫। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে কোন দেশ?


     ক. যুক্তরাজ্য      খ. যুক্তরাষ্ট্র


     গ. রাশিয়া      ঘ. চীন


১৬। ‘জি-২০’ শীর্ষক অর্থনৈতিক জোটের ১৩তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?


     ক. আর্জেন্টিনা      খ. কানাডা


     গ. ইতালি           ঘ. জার্মানি


১৭। বীরপ্রতীক তারামন বিবি মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?


     ক. ৮ নম্বর       খ. ৯ নম্বর


     গ. ১০ নম্বর      ঘ. ১১ নম্বর


১৮। ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট ২০১৮’ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের মাথাপিছু সম্পদ হিসেবে বিশ্বের শীর্ষ ধনী দেশ-


     ক. যুক্তরাষ্ট্র        খ. অস্ট্রেলিয়া


     গ. রাশিয়া         ঘ. সিঙ্গাপুর


১৯। সর্বশেষ তথ্যানুযায়ী বিসিএস ক্যাডার সংখ্যা কতটি?


     ক. ২৫টি        খ. ২৬টি


     গ. ২৭টি          ঘ. ২৮টি


২০। সম্প্রতি দেশের কোন জেলায় প্রায় ১২০০ বছর পূর্বের বৌদ্ধদের প্রাচীন নিবেদন স্তূপের সন্ধান পাওয়া গেছে?


     ক. বগুড়া          খ. জামালপুর


     গ. কুমিল্লা          ঘ. নওগাঁ


উত্তরগুলো মিলিয়ে নিন


১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ক।  





 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!