PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

SSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায় - ৩ পর্ব ১


অধ্যায়-৩

১। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজনÑ

ক. ডেস্কটপ

খ. ট্যাবলেট

গ. স্মাটের্ফান

ঘ. ইন্টারনেট সংযোগ

সঠিক উত্তর : ঘ. ইন্টারনেট সংযোগ

২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণÑ

ক. কম্পিউটার

খ. স্মাটের্ফান

গ. ইন্টারনেট

ঘ. টেলিভিশন

সঠিক উত্তর : ক. কম্পিউটার

৩। ডিজিটাল কনটেন্ট হলোÑ

র. ই-বুক, ব্লগপোস্ট ও ই নিবন্ধ

রর. ইনফোগ্রাফিক্স ও অ্যানিমেটেড ছবি

ররর. অডিও ও ভিডিও স্ট্রিমিং

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৪। কনটেন্ট কী?

ক. প্রতিলিপি

খ. তথ্য আধেয়

গ. উপাত্ত

ঘ. ডেটাবেজ

সঠিক উত্তর : খ. তথ্য আধেয়

৫। কোনো তথ্য আধেয় যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে বলেÑ

ক. ডেটাবেইস

খ. ডিজিটাল কনটেন্ট

গ. ডেঁা

ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর : খ. ডিজিটাল কনটেন্ট

৬। ডিজিটাল কনটেন্ট কী আকারে প্রেরিত ও গৃহীত হয়?

ক. অ্যানালগ উপাত্ত আকারে

খ. ডিজিটাল উপাত্ত আকারে

গ. তথ্য আকারে

ঘ. পোস্টারে

সঠিক উত্তর : খ. ডিজিটাল উপাত্ত আকারে

৭। ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রচারিত হতে পারে?

ক. অ্যানালগ আকারে

খ. অ্যানালগ ফাইল আকারে

গ. কম্পিউটারের ফাইল আকারে

ঘ. ই-লানির্ং প্রক্রিয়ায়

সঠিক উত্তর : গ. কম্পিউটারের ফাইল আকারে

৮। ডিজিটাল কনটেন্ট হলোÑ

ক. শব্দ

খ. অডিও

গ. ভিডিও

ঘ. সবকটি

সঠিক উত্তর : ঘ. সবকটি

৯। লিখিত তথ্য হলোÑ

ক. কাটুর্ন

খ সিনেমা

গ. ডিজিটাল কনটেন্ট

ঘ. অ্যানিমেশন

সঠিক উত্তর : গ. ডিজিটাল কনটেন্ট

১০। লিখিত তথ্য, ছবি, শব্দ বা ভিডিও কোনো ধরনের কনটেন্ট?

ক. ই-সেবা

খ. কুয়েরি

গ. ডিজিটাল কনটেন্ট

ঘ. শ্বেতপত্র

সঠিক উত্তর : গ. ডিজিটাল কনটেন্ট

১১। অ্যানিমেশন কী ধরনের কনটেন্ট?

ক. অ্যানালগ

খ. ডিজিটাল

গ. ই-বুক

ঘ. পিডিএফ

সঠিক উত্তর : খ. ডিজিটাল

১২। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্যইÑ

ক. ডিজিটাল কনটেন্ট

খ. ডিজিটাল লাইব্রেরি

গ. অ্যানিমেশন

ঘ. ই-বুক

সঠিক উত্তর : ক. ডিজিটাল কনটেন্ট

১৩। প্রধানত কয়টি ভাগে ডিজিটাল কনটেন্টকে ভাগ করা যায়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

সঠিক উত্তর : গ. ৪

১৪। নিবন্ধ ও শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট?

ক. শব্দ

খ. টেক্সট

গ. গ্রাফিক্স

ঘ. ভিডিও

সঠিক উত্তর : খ. টেক্সট



 ১৫। ব্লগ পোস্ট কী ধরনের কনটেন্ট? 
 ক. লিখিত কনটেন্ট 
 খ. শব্দ 
 গ. অ্যানিমেশন 
 ঘ. চিত্র 
 সঠিক উত্তর : ক. লিখিত কনটেন্ট 

১৬। ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন? ক. শব্দ 
খ. ইন্টারনেট 
গ. সংবাদপত্র 
ঘ. শ্বেতপত্র 

সঠিক উত্তর : খ. ইন্টারনেট 

১৭. ই-বুক, সংবাদপত্র ইত্যাদি কী ধরনের কনটেন্ট?
 ক. শব্দ 
 খ. বই 
 গ. টেক্সট
  ঘ. ভিডিও 
সঠিক উত্তর : গ. টেক্সট 

১৮. ক্যামেরায় তোলা ছবি, ইনফোগ্রাফিক্স, হাতে অঁাকা ছবি, অ্যানিমেটেড ছবি ও কাটুর্ন ছবি কী ধরনের কনটেন্ট? 
ক. শব্দ 
খ. ছবি 
গ. শ্বেতপত্র 
ঘ. ভিডিও 
সঠিক উত্তর : খ. ছবি 

১৯. ছবি এক ধরনের ডিজিটাল কনটেন্ট, যার অন্তভুর্ক্ত রয়েছেÑ 
ক. অঙ্কনকরণ 
খ. নিবন্ধ 
গ. ই-বুক 
ঘ. পণ্যের তালিকা
 সঠিক উত্তর : ক. অঙ্কনকরণ 

২০. কম্পিউটারে সৃষ্ট সব ধরনের ছবি কোন ধারার কনটেন্ট?
 ক. শব্দ 
 খ. ভিডিও 
 গ. ছবি 
 ঘ. টেক্সট 
সঠিক উত্তর : গ. ছবি 

২১. কোনটি ভিডিও শেয়ারিং সাইট? 
ক. গুগল 
খ. ইউটিউব 
গ. ইয়াহু 
ঘ. ই-বুক 
সঠিক উত্তর : খ. ইউটিউব 

২২. ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোনটি অবশ্যই প্রয়োজন? 
ক. অডিও
 খ. মোবাইল ফোন 
গ. ইন্টারনেট 
ঘ. কম্পিউটার
 সঠিক উত্তর : গ. ইন্টারনেট 

২৩. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে? 
ক. অ্যানিমেশন 
খ. শেয়ারিং 
গ. ওয়েবিনারো 
ঘ. ভিডিও স্ট্রিমিং
 সঠিক উত্তর : ঘ. ভিডিও স্ট্রিমিং 

২৪. ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন ধারার ডিজিটাল কনটেন্ট? 
ক. ছবি 
খ. ভিডিও 
গ. অ্যানিমেশন ছবি 
ঘ. শব্দ
 সঠিক উত্তর : খ. 

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫ ও ২৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও। টিভিতে একটি জরুরি ঘটনার ওপর খবর প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রিয়াংকা সঙ্গে সঙ্গে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে ঘটনাটির লাইভ ভিডিও দেখতে লাগল। 

২৫. প্রিয়াংকা ইন্টারনেট সংযোগে যে কাজটি করল তাকে কী বলে? 
ক. ইন্টারনেট ব্রাউজিং 
খ. ভিডিও স্ট্রিমিং 
গ. অ্যানিমেশন 
ঘ. ব্লগপোস্ট 
সঠিক উত্তর : খ. ভিডিও স্ট্রিমিং

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!