প্রশ্ন: ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত?
উত্তর: পতুর্গালের লিসবনে।
প্রশ্ন: বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?
উত্তর: এশিয়া ও ইউরোপকে।
প্রশ্ন: বিশ্বের দীঘর্তম খাল কোনটি?
উত্তর: গ্রান্ডখাল (চীন)।
প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: মিসরে মুসরি সরকারের পতন ঘটে কবে?
উত্তর: ৩ জুলাই, ২০১৩।
প্রশ্ন: এফএসএ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
উত্তর: সিরিয়া। (ফ্রি সিরিয়ান আমির্)
প্রশ্ন: আফ্রিকা ইউরোপ মহাদেশের চেয়ে কতগুণ বড়?
উত্তর: আড়াই গুণ।
প্রশ্ন: আফ্রিকার জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: প্রতি কিলোমিটারে ২৫ জন।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যা কত?
উত্তর: ৮৬ কোটি ৯২ লাখ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের আয়তন কত?
উত্তর: ২,৯৮,০০,৫৪০ বগর্ কিলোমিটার (পৃথিবীর আয়তনের শতকরা ২০.০ ভাগ)।
প্রশ্ন: জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান (জনসংখ্যা প্রায় ১০০০ জন)।