ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাম্প্রতিক প্রশ্নোত্তর- নভেম্বর ২০১৮ | বাংলাদেশ


প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী মেজর
জেনারেলের নাম কী?
উ: ডা. সুসানে গীতি।

প্রশ্ন : বর্তমানে দেশের কতটি উপজেলার
নদ-নদীতে ইলিশ পাওয়া যায়?
উ :১২৫টি। সূত্র: মৎস্য গবেষণা ইনস্টিটিউট

প্রশ্ন : বিদ্যুতের প্রথম স্মার্ট প্রিপেইড মিটার
কারখানা কোথায় স্থাপন করা হচ্ছে?
উ : খুলনায়।

প্রশ্ন : ২৪ অক্টোবর ২০১৮ ভারতের মেঘালয়ে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (USTM) বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডি-লিট লাভ করেন কে?
উ: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (UGC)
চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

প্রশ্ন : শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি
ইউনিট উদ্বোধন করা হয় কবে।
উ : ২৪ অক্টোবর ২০১১।

প্রশ্ন : ভাস্কর্য অনুপ্রেরণা ১৯ কোথায় অবস্থিত
উ : গাজীপুর; ভাস্কর মুহম্মদ আরিফুজ্জামান নূরনবী

প্রশ্ন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের
(BRRJ) উদ্ভাবিত নতুন দুটি ধানের জাত কী কী?
উ: ব্রি-৮৮ ও ব্রি-৮৯।

প্রশ্ন : বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা
ইনস্টিটিউটের (BLRI) উদ্ভাবিত নতুন দেশি মুরগির জাতের নাম কী?
উ : মান্টি কালার টেবিল চিকেন (MCTC)

প্রশ্ন : দেশের প্রথম সয়েল আৰ্কাইভ কোথায় অবস্থিত।
উ : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি)।

প্রশ্ন : প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হয় কবে?
উ : ৪ অক্টোবর ২০১৮৷

প্রশ্ন :দীর্ঘ ২৭ বছর পর বাংলাদেশ শিপিং
কর্পোরেশনের (BSC) বহরে যুক্ত
হওয়া জাহাজের নাম কী?
উ :বাংলার জয়যাত্রা।

প্রশ্ন : বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (BSC)
বর্তমানে জাহাজের সংখ্যা কতটি।
উ : ৩টি।

প্রশ্ন : মোবাইল অপারেটর গ্রামীণফোনের
নতুন নম্বর সিরিজ কী?
উত্তর : ০১৩।

প্রশ্ন : জাতীয় পরিবেশনীতি ২০১৮-তে
অন্তর্ভুক্ত খাত কতটি?
উত্তর : ২৪টি। আগে ছিল ১৫টি; নতুন যুক্ত খাত ৯টি।

প্রশ্ন : দেশের সবচেয়ে ছোট গ্রাম কোনটি?
উত্তর :শ্ৰীমুখ; বিশ্বনাথ, সিলেট । গ্রামের
জনসংখ্যা মোট ৫ জন।

প্রশ্ন : তিনটি অর্থনৈতিক অঞ্চল মিলে গঠিত দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক বলয়ের নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাম্প্রতিক প্রশ্নোত্তর- নভেম্বর ২০১৮ | বাংলাদেশ "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All