PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

এইচএসসি (বিএম) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা-২০১৮ এর ১ম বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি | HSC BM 1stYear result 2018 rescrutiny

এইচএসসি (বিএম) এবং ডিপ্লোমা-ইন কমার্স পরীক্ষা-২০১৮ এর ১ম বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি ।

আবেদন করার সময় : ২৮-১১-২০১৮ থেকে ০৪-১ -১০১৮ 

 টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুননিরীক্ষনের আবেদন করা যাবে। 
 আবেদন করতে মোবাইলের Message
অপশনে গিয়ে RSC<space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> বিষয়ে কোড লিখে Send
করুন 16222 নম্বরে।

উদাহরণঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর (23456 হলে এবং সে যদি 1811 বাংলা-১ বিষয়ের
আবেদন করতে চায়। সেক্ষেত্রে Message অপশনে দিয়ে RSC TEC 123456 1811 লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি sms এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর )
প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Mesage অপশনে গিয়ে RSC<space>Y<space> PIN<space>contact Number (যেকোন মোবাইল অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষনের ক্ষেত্রে একই sms এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়
কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুইটি বিষয়ের জন্য আপনার টেলিটিক প্রি-পেইড মোবাইলের
Message অপশনে গিয়ে RSC<space>TEC<space>Roll Number <space> 1811, 1812 লিখতে হবে। এক্ষেত্রে
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

 Download the  Notice 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!