👉গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় - ডিসেম্বর ১৬, ১৯৭২।
👉বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় - দ্বাদশ।
👉ফরায়েজি আন্দোলনের সূচনাকারী - হাজী শরীয়তুল্লাহ।
👉বাংলার প্রাচীনতম জায়গা - পুর্থ।
👉মুজিবনগর কোথায় অবস্থিত - মেহেরপুরে
👉১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী
বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে---
তৎকালীন রেসকোর্স ময়দানে।
👉বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার
প্রাপ্তির ন্যনতম বয়স - ১৮ বৎসর
👉বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত
মহিলা আসনের সংখ্যা - ৫০টি।
👉বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত - ৪.৮ কি. মি.
বাংলাদেশের প্রথম ইপিজেডস্থাপিত হয় - চট্টগ্রামে ।
👉বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন যে শিল্পী - জয়নুল আবেদীন।
👉পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয় --ডিসেম্বর ২, ১৯৯৭ সালে ।
👉১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে যে কয়টির সামরিক বিভক্ত করা হয়েছিল - ১১টি।
👉বাংলাদেশ কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে – ১৯৭২ সালে ।