PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

সাধারণ জ্ঞান - General Knowledge পর্ব ৬


প্রশ্ন : দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?
উত্তর : মনসুর বয়াতি।

প্রশ্ন : বাংলাদেশ থেকে সংগৃহীত লোক গীতিকা কয় ভাগে বিভক্ত?
উত্তর : ৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূবর্বঙ্গ গীতিকা।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর : ২৩টি।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে?
উত্তর : ড. দীনেশ চন্দ্র সেন।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৩ সালে।

প্রশ্ন : পদ বা পদাবলি বলতে কী বুঝায়?
উত্তর : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।

প্রশ্ন : বৈষ্ণব সাহিত্য কী?
উত্তর : বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি সাহিত্যর সূচনা ঘটে কবে?
উত্তর : চতুর্দশ শতকে।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন?
উত্তর : ষোড়শ শতকে।

প্রশ্ন : শাক্ত পদাবলি কোন শতকের সাহিত্য ছিল?
উত্তর : আঠারো শতক।

প্রশ্ন : জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি?
উত্তর : ষোড়শ শতক।

প্রশ্ন : বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলি রচনা করেছেন?
উত্তর : ব্রজবুলি ভাষায়।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!