বিশ্বের প্রথম নারী পরিচালক অ্যালিস গঁ-ব্লেশ নির্মিত চলচ্চিত্রের সংখ্যা এক হাজার ৯৬। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিশ্বের প্রথম ন্যারেটিভ চলচ্চিত্রের নির্মাতা তিনি।
'দ্য ফেইরি অব দ্য ক্যাবেজেস' নামের প্রথম ন্যারেটিভ চলচ্চিত্রটি মুক্তি পায় ১৮৯৬ সালে। এক মিনিটের এই চলচ্চিত্রটি পৃথিবীর প্রথম তিন ন্যারেটিভ ফিল্মের একটি। অন্য দুটির একটির নির্মাতা লুমিয়ের ভ্রাতৃদ্বয় অন্যটির জর্জ মলিয়েঁ।