ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাম্প্রতিক প্রশ্নোত্তর : আন্তর্জাতিক - অক্টোবর ২০১৮


প্রশ্ন : বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি।
উত্তর : যুক্তরাষ্ট্র। ১৯৭৩ সালের পর এবারই প্রথম তারা অপরিশোধিত তেল উৎপাদনে শীর্ষস্থানে ওঠে আসে।

প্রশ্ন :পঞ্চম BIMSTEC সম্মেলন কোন
দেশে অনুষ্ঠিত হবে।
উত্তর:শ্রীলংকা।

প্রশ্ন : কাশ্মিরের প্রথম মুসলিম নারী পাইলট কে।
উত্তর :ইরম হাবিব।

প্রশ্ন : অষ্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম নারী সিনেটর কে।
উত্তর : মেহরিন ফারুকি।

প্রশ্ন : জাপানে যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট কে?
উত্তর: মিসা মাতসুসিমা।

প্রশ্ন :যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম মুসলিম অ্যাটর্নি জেনারেল
হতে যাচ্ছেন কে?
উত্তর : কেইথ এলিসন।

প্রশ্ন :বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কী?
উত্তর: আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ।

প্রশ্ন : সুদানের বর্তমান প্রধানমন্ত্রী ক?
উত্তর : মুতাজ মুসা আবদুল্লাহ।

প্রশ্ন :বিশ্বের প্রথম ভাসমান দুগ্ধখামার কোন দেশে অবস্থিত।
উত্তর: নেদারল্যান্ডসে।

প্রশ্ন :কিসমিস উৎপাদল ওরালিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর:তুরস্ক।

প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম
বার্ষিক অধিবেশনের সভাপতি কে?
উত্তর : মারিয়া ফার্নান্দো এস্পিনোসা গারসেল; ইকুয়েডর।

প্রশ্ন : ২০১৮ সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে?
উত্তর : পুরুষ এককে - নোভাক জোকোভিচ (সার্বিয়া)  ও নারী এককে - নওমি ওসাকা (জাপান)

মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৮
প্রশ্ন : বিশ্বে জনসংখ্যা কত
উত্তর: ৭৫৫.০৩ কোটি।

প্রশ্ন :বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত৷
উত্তর:১.১%।

প্রশ্ন : জনসংখ্যায় শীর্ষ দেশ
উত্তর :চীন; ১৪০.৯৫ কোটি।

প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষ দেশ
উত্তর :বাহরাইন; ৪.৩% এবং সবচেয়ে
কম বুলগেরিয়া-০.৭%।

প্রশ্ন :সার্কভূক্ত দেশে সাক্ষরতার হারে
শীর্ষ দেশ কোনটি।
উত্তর : মালদ্বীপ; ৯৮.৬%।

প্রশ্ন : বাংলাদেশের পুরুষ ও নারীর গড় আয়ু,
উত্তর :পুরুষ ৭১.২ বছর ও নারী ৭৪.৬ বছর।

প্রশ্ন : বাংলাদেশের পুরুষ ও নারীর
মাথাপিছু আয়—
উত্তর :পুরুষ ৫,২৮৫ মার্কিন ডলার ও
নারী ২.০৪১ মার্কিন ডলার।


SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাম্প্রতিক প্রশ্নোত্তর : আন্তর্জাতিক - অক্টোবর ২০১৮"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All