Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


প্রাথমিক গণিত - অধ্যায় ৯



নবম অধ্যায়




১। শতকরা কী?


উত্তর : একটি ভগ্নাংশ যার হর ১০০ 


২। শতকরা প্রকাশের চিহ্নটি লিখ।


উত্তর : %

৩। কে শতকরায় প্রকাশ কর।


উত্তর : ৬০%


৪। ৩৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।


উত্তর : 


৫। লাভ বা ক্ষতি কীসের ওপর নিভর্র করে? 


উত্তর : ক্রয়মূল্যের উপর


৬। লাভ নিণের্য়র সূত্রটি লিখ।


উত্তর : লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য


৭। ক্ষতি নিণের্য়র সূত্রটি লিখ।


উত্তর : ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য 


৮। ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়? 


উত্তর : লাভ


৯। ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে কী হয়?


উত্তর : ক্ষতি


১০। ৪০ টাকার ৪০% = কত?


উত্তর : ১৬ টাকা


১১। ব্যাংকে যে টাকা রাখা হয় তা কী?


উত্তর : আসল


১২। আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে কী বলে? 


উত্তর : মুনাফা 


১৩। ৮% লোকসান বলতে কী বুঝ?


উত্তর : ১০০ টাকায় ৮ টাকা ক্ষতি


১৪। ৫% লাভ বলতে কী বুঝ? 


উত্তর : ১০০ টাকায় ৫ টাকা লাভ 


১৫। ৯০ কেজির ১৫% কত কেজি? 


উত্তর : ১৩.৫০ কেজি 


১৬। একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা। শতকরা কত লাভ হলো?


উত্তর : শতকরা ২০ টাকা


১৭। কোন পরীক্ষায় ৪৬০ জন ছাত্রের মধ্যে ৬৩ জন ফেল করেছে। শতকরা কতজন ছাত্র ঐ পরীক্ষায় ফেল করেছে?


উত্তর : ১৩.৬৯%


১৮। ১০০ টাকার ৫ বছরের মুনাফা ৪০ টাকা হলে, মুনাফার হার কত?


উত্তর : ৮%

১৯। তোমার শ্রেণিতে প্রথম সাময়িক পরীক্ষায় ৪০ জন শিক্ষাথীর্র মধ্যে ৫০% গণিতে পাস করেছে। কতজন গণিতে পাস করল?


উত্তর : ২০ জন


২০। একটি কলম ৫০ টাকায় ক্রয় করা হলো। কলমটি ৪৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?


উত্তর : ১০%


২১। এক সরকারি কমর্চারী তার বেতনের ৪০% বাড়ি ভাড়া পান। তিনি বেতনের কত অংশ বাড়ি ভাড়া পান?


উত্তর : অংশ


২২। রফিক ব্যাংকে ১০০ টাকা জমা রাখল। এক বছর পর সে ১০ টাকা অতিরিক্ত পেল। এই ১০ টাকাকে কী বলে?


উত্তর : মুনাফা


২৩। অনি একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৫ টাকায় বিক্রয় করে। এতে তার শতকরা কত লাভ হলো?


উত্তর : শতকরা ১০ টাকা 


২৪। একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৬ টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে?


উত্তর : ৪ টাকা


২৫। ১০০ টাকায় ১ বছরে যে মুনাফা হয় তাকে কী বলে?


উত্তর : শতকরা মুনাফার হার


২৬। এক কেজি আম ১০০ টাকায় ক্রয় করে ২৭ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?


উত্তর : ৫ টাকা ক্ষতি হবে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!