ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ২১

প্রশ্ন : বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 

উত্তর : ঢাকার সাভারে। 


প্রশ্ন : বাংলাদেশ কেন্দ্রিয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?

 উত্তর : সাভারে। 


প্রশ্ন : দেশে বতর্মানে ভেটেরেনারি কলেজ চালু রয়েছে কয়টি? 

উত্তর : ৪টি। 


প্রশ্ন : ছাগল উন্নয়ন খামার কোথায়? 

উত্তর : সিলেটের টিলাগড়ে। (বাংলাদেশের বনাঞ্চল)

 

প্রশ্ন : বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কী কী? 

উত্তর : ৪টি। যথা- ১। পাহাড়ি বনাঞ্চল ২। ম্যানগ্রোভ বনাঞ্চল ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীণ বন। 


প্রশ্ন : পাহাড়ি বনাঞ্চলের আয়তন কত? 

উত্তর : ১৫,৬৬,৯৩৫ একর।


প্রশ্ন : ম্যানগ্রোভ বনের আয়তন কত?

 উত্তর : ১৪,০৫,০০০ একর। 


প্রশ্ন : শাল বনাঞ্চলের আয়তন কত? 

উত্তর : ২,৮১,৯৫৩ একর। 


প্রশ্ন : বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল? 

উত্তর : প্রায় ১৭ শতাংশ।


 প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?

  উত্তর : পাবর্ত্য চট্টগ্রামের বনভূমি। 

 

প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভ‚মি কোনটি? 

উত্তর : সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম)


 প্রশ্ন : বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি?

  উত্তর : মধুপুর জঙ্গল। 

 

প্রশ্ন : সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?

 উত্তর : সুন্দরী। 


প্রশ্ন : কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়? 

উত্তর : গেওয়া। 


প্রশ্ন : ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয়? 

উত্তর : পেনসিল। 


প্রশ্ন : কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? 

উত্তর : গরান। 


প্রশ্ন : কোন জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? 

উত্তর : বঁাশ জাতীয় গাছ। 


প্রশ্ন : ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত? উত্তর : গাজীপুর জেলায়। 


প্রশ্ন : মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী?

 উত্তর : শাল বা গজারি।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ২১"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All