‘মিস এশিয়া প্যাসিফিক’ প্রতিযোগিতায় মুকুট জয় করলেন ফিলিপাইনের এক মুসলিম তরুণী। তার নাম শরিফা আরেফ মো. ওমর আকিল। ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ফিলিপাইনের কোন মুসলিম তরুণী মুকুট জয় করলেন।
গত ৪ অক্টোবর ম্যানিলায় অনুষ্ঠিত ২০১৮-এর এই প্রতিযোগিতায় ৫৫ দেশের ৫৫ জন সুন্দরী অংশ নেয়। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিলেটের সন্তান মিস মারজানা চৌধুরী। শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে ‘মিস বাংলাদেশ’ হিসেবে অংশ নেন। এতে ২০তম স্থান দখল করেছেন তিনি। মারজানা নিউইয়র্কের বাসিন্দা।