ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ২৩



প্রশ্ন : বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক? 
উত্তর : আলাউদ্দিন হুসেন শাহ। 

প্রশ্ন : নসীয়তনামা কাব্য কার পৃষ্ঠপোষকতায় রচিত? 
উত্তর : শ্রীসুধমের্র। 

প্রশ্ন : কার আদেশে আলাওল সতীময়না কাব্য রচনা করেন? 
উত্তর : লস্কর উজির আশরাফ খানের। 

প্রশ্ন : কবি জৈনুদ্দিন কার সভাকবি ছিলেন? 
উত্তর : গৌড়ের সুলতান ইউসুফ শাহেব। 

প্রশ্ন : রসুল বিজয় কাব্য কার অনুপ্রেরণায় রচিত হয়? 
উত্তর : শামসুদ্দীন ইউসুফ শাহের। 

প্রশ্ন : মহা বংশাবলি নামক সামাজিক ইতিহাস গ্রন্থের পৃষ্ঠপোষক কে? 
উত্তর : সুলতান জালালউদ্দিন ফতেহ-ই-শাহ। 

প্রশ্ন : বাংলায় সবর্প্রথম বিদ্যাসাগর কাহিনী কার আমলে রচিত হয়? 
উত্তর : হুসেন শাহের আমলে।

 প্রশ্ন : কার পৃষ্ঠপোষকতায় ভারতচন্দ্র বিদ্যাসুন্দর রচনা করেন? 
 উত্তর : রাজা কৃষ্ণ চন্দ্রের। 

প্রশ্ন : কোন কবি গিয়াস উদ্দীন আযম শাহের রাজা কমর্চারী ছিলেন? 
উত্তর : শাহ মুহম্মদ সগীর।

 প্রশ্ন : কবি মালাধর বসুর পৃষ্ঠপোষক কে ছিলেন? 
 উত্তর : শামসউদ্দিন ইউসুফ শাহ।



প্রশ্ন : আলাওল পদ্মাবতী রচনা করেন? 
উত্তর : মাগন ঠাকুরের অনুরোধে। 

প্রশ্ন : রাজা লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? 
উত্তর : ভারতচন্দ্র। 

প্রশ্ন : কবীন্দ্র পরমেশ্বর কার আদেশে বাংলায় মহাভারত রচনা করেন? 
উত্তর : পরাগল খানের। 

প্রশ্ন : ছুটি খানের সভাকবি কে ছিলেন? 
উত্তর : শ্রীকর নন্দী। 

প্রশ্ন : কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? 
উত্তর : গিয়াসউদ্দিন আজম শাহ।

 প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রধান প্রধান সাহিত্য ধারা কী কী? 
 উত্তর : গীতি কবিতা, মহাকাব্য, উপন্যাস, গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, অভিসন্দভর্, সমালোচনা, পত্র সাহিত্য, জীবনী সাহিত্য ইত্যাদি। প্রশ্ন : মধ্যযুগের অন্যতম সাহিত্য ধারা কী কী? উত্তর : বৈঞ্চব পদাবলি, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, কবিগান, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, মসির্য়া সাহিত্য ইত্যাদি।
 
প্রশ্ন : আধুনিক যুগের সাহিত্য ধারা কী কী? উত্তর : মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, অভিসন্দভর্, সমালোচনা, আত্মজীবনীমূলক সাহিত্য, পত্র সাহিত্য, গীতিনাট্য ইত্যাদি।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to " জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ২৩"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All