ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ২২


প্রশ্ন : বাংলা সনেটের জনক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন : সনেটের জনক কে?
উত্তর : ইটালির পেত্রাক।

প্রশ্ন : ‘গাজঅকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?
উত্তর : পুঁথি সাহিত্য।

প্রশ্ন : বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে?
উত্তর : আশরাফ সিদ্দিকী।

প্রশ্ন : রূপকথা কে সংগ্রহ করেছিলেন?
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?
উত্তর : তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)

প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পযর্ন্ত বিস্তৃৃত ছিল?
উত্তর : ৬৫০-১২০০ সাল পযর্ন্ত।

প্রশ্ন : মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পযর্ন্ত বিস্তৃৃত ছিল?
উত্তর : ১২০১-১৮০০ সাল পযর্ন্ত।

প্রশ্ন : চযার্পদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে?
উত্তর : বঙ্গীয় সাহিত্যে পরিষদ।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
উত্তর : ‘কথোপকথন’

প্রশ্ন : বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?
উত্তর : বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন : রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার অন্যতম কবি?
উত্তর : শাহ মুহাম্মদ সগীর

প্রশ্ন : রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ?
উত্তর : ইউসুফ-জুলেখা

প্রশ্ন : মঙ্গলকাব্যের ধারার অন্যতম কবি?
উত্তর : মুকুন্দরাম

প্রশ্ন : বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন : ‘কথোপকথন’ এর রচয়িতা কে?
উত্তর : উইলিয়াম কেরি

প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর : নীল দপর্ণ

প্রশ্ন : কোরআন শরিফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন?
উত্তর : ভাই গিরিশচন্দ্র সেন

প্রশ্ন : চযার্পদ কোন ছন্দে রচিত?
উত্তর : মাত্রাবৃত্ত ছন্দে।

প্রশ্ন : চযার্পদের পুঁথি নেপালে যাবার কারণ কী?
উত্তর : তুর্কী আক্রমণকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুঁথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছিলেন।

প্রশ্ন : কীর্তিলতা  পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে?
উত্তর : মিথিলার কবি বিদ্যাপতি।

প্রশ্ন : কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্তামৃত কাব্য কোন যুগে রচিত?
উত্তর : সেনযুগে।

প্রশ্ন : সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গেছে?
উত্তর : সাড়ে ছেচল্লিশটি।

প্রশ্ন : সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন?
উত্তর : কাহ্নপা-১৩টি।


SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ২২"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All