Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


চাঁদা ব্যবহার না করে 105 ডিগ্রী কোণ আঁকার নিয়ম

চাঁদা ব্যবহার না করে 105 ডিগ্রী কোণ আঁক।
 


অঙ্কণের বিবরণঃ 

১. যে কোন একটা রশ্মি OA নিই।

২. O বিন্দুকে কেন্দ্র করে সুবিধামত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি OA কে C বিন্দুতে ছেদ করে।

৩. C কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। যা আগের বৃত্তচাপকে M বিন্দুতে ছেদ করে।

৪. আবার M কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ আঁকি। যা প্রথম বৃত্তচাপটিকে L বিন্দুতে ছেদ করে।

৫. M ও L কে কেন্দ্র করে M L এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর B বিন্দুতে ছেদ করে।
৬. O, B যোগ করি। ধরি, OB রশ্মি প্রথম বৃত্তচাপটিকে N বিন্দুতে ছেদ করে। 

৭. N ও L কে কেন্দ্র করে N L এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। ধরি, বৃত্তচাপদ্বয় পরস্পর S বিন্দুতে ছেদ করে । 

৮. O, S যোগ করি। তাহলে ∠SOA = 105°

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!