PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

সাম্প্রতিক প্রশ্নোত্তর — সেপ্টেম্বর ২০১৮ : বাংলাদেশ

বাংলাদেশ

প্রশ্ন : বঙ্গবন্ধুর জেল জীবনের ওপর রচিত
বইয়ের নাম কী?
উত্তর :৩০৫৩ দিন।

প্রশ্ন :গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
(GMP) যাত্রা শুরু করে কবে?
উত্তর : ২০১৮ সালে।

প্রশ্ন : রংপুর মেট্রোপলিটন পুলিশ ( RMP)
যাত্রা শুরু করে কবে?
উত্তর : ২০১৮ সালে।

প্রশ্ন :৮ আগষ্ট ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতটি আঞ্চলিক কেন্দ্ৰ উদ্বোধন করা হয়।
উত্তর: ৬টি, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী,
রংপুর, খুলনা ও সিলেট।

প্রশ্ন : বর্তমানে দেশে মোট গ্যাসক্ষেত্র কতটি।
উত্তর : ২৭টি।

প্রশ্ন : মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র কতটি।
উত্তর : ১৯টি।

প্রশ্ন : উৎপাদনরত মোট কুপের সংখ্যা কতটি।
উত্তর : ১১০টি ।

প্রশ্ন :দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর
ঘোষণা করা হয় কবে?
উত্তর : ৭ ফেব্রুয়ারি ২০১৮ ।

প্রশ্ন : রূপপুর নদীবন্দর ঘোষণা করা হয় কবে।
উত্তর :১৭ জুলাই ২০১৮।

প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি কলেজ কতটি।
উত্তর : ৫৯৮টি।

প্রশ্ন : ঐতিহাসিক রোজ গার্ডে' কোথায় অবস্থিত।
উত্তর : টিকাটুলি, ঢাকা।

প্রশ্ন : ২৬ জুলাই ২০১৮ ফিলিস্তিনের জন্য
গঠিত জাতিসংঘ তদন্ত কমিশনের সদস্য।
নির্বাচিত হন কোন বাংলাদেশি নারী
উত্তর : ব্যারিস্টার সারা হোসেন।

প্রশ্ন : ৩১ জুলাই ২০১৮ গাজীপুর ও বেতবুনিয়াতে দুটি উপগ্রহ ভূকেন্দ্র (স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন) কার নামে নামকরণ করা হয়?
উত্তর : সজীব ওয়াজেদ জয়ের নামে গ্রাউন্ড ষ্টেশন দুটির নাম— সজীব ওয়াজেদ উগ্ৰহ -কেন্দ্র গাজীপুর এবং সজীব ওয়াজেদ উপগ্ৰহ ভূকেন্দ্র বেতবুনিয়া।

সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স — সেপ্টেম্বর২০১৮

   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.