PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

রসায়নের ধারণা — প্রথম অধ্যায়

প্রশ্ন ১। ট্রিফয়েল চিহ্ন দ্বারা কী বুঝায়?
উত্তর : টিফয়েল চিহ্ন দ্বারা অতিরিক্ত ক্ষতিকর তেজস্তিয় রশিকে (শক্তি) বুঝানো হয়।

প্রশ্ন ২। বিস্ফোরক পদার্থ কাকে বলে?

উত্তর : যেসব দ্ৰব্য অস্থিত এবং নিজে নিজেই বিক্রিয়া করতে পারে। তাদেরকে বিস্ফোরক পদার্থ বলা হয় ।


প্রশ্ন ৩। রসায়ন মূলত কোন বিষয়ে আলোচনা করে?
উত্তর: রসায়ন মূলত নানা ধরনের পরিবর্তন যেমন- সৃষ্টি, ধ্বংস,বৃদ্ধি , রূপান্তর, উৎপাদন ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকে ।

প্রশ্ন ৪। মিশরীয়রা কত বছর পূর্বে স্বর্ণ আহরণ করতে সমর্থ হন?
উত্তর : খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে মিশরীয়রা স্বর্ণ আহরণ করতে সমর্থ হয়।

প্রশ্ন ৫ । কোয়ান্টাম মেকানিক্স কি?
উত্তর : কোয়ান্টাম মেকানিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে গাণিতিক হিসাব-নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করে।

প্রশ্ন ৬। খনিজ থেকে আহরিত তিনটি মূল্যবান ধাতুর নাম লিখ ।
উত্তর : খনিজ থেকে আহরিত তিনটি মূল্যবান ধাতু হলো- স্বর্ণ (Au), রৌপ্য (Ag) ও সীসা (পব)।



প্রশ্ন ৭। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
উত্তর : কাঠের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ ।

প্রশ্ন ৮। কাঠ, কেরোসিন প্রভৃতি কার্বন যৌগের দহনে কী কী উৎপাদিত হয়?
উত্তর : কাঠ, কেরোসিন প্রভৃতি কার্বন যৌগের দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড (CO), জলীয় বাষ্প ও তাপ উৎপন্ন হয় ।

প্রশ্ন ৯। খাবার খেলে আমাদের শরীরে কোন প্রক্রিয়া ঘটে?
উত্তর : খাবার খেলে আমাদের শরীরে বিপাক প্রক্রিয়া ঘটে ।

প্রশ্ন ১০ । মোটর সাইকেলে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর : মোটর সাইকেলের জ্বালানি হিসেবে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়।

প্রশ্ন ১১। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
উত্তর : কাঠের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ ।

প্রশ্ন ১২। কাঠ বা প্রাকৃতিক গ্যাসের আংশিক দহনে স্বাস্থ্য খুঁকিপূর্ণ কোন গ্যাসটি তৈরি হয়?
উত্তর : কাঠ বা প্রাকতিক গ্যাসের আংশিক দহনে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কার্বন মনোক্সাইড (CO) গ্যাস তৈরি হয়।

প্রশ্ন ১৩। তাপ বা শক্তি তৈরির সময় উৎপন্ন কোন গ্যাসটি বায়ুর সাথে মিশে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে?
উত্তর : কাৰ্বন ডাইঅক্সাইড (CO₂) গ্যাসটি বায়ুর সাথে মিশে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে।

প্রশ্ন ১৪। প্রাকৃতিক গ্যাসের অপর নাম কী?
উত্তর : প্রাকৃতিক গ্যাসের অপর নাম মিথেন (CH₄)।
প্রশ্ন ১৫। শার্ট ও প্যান্টের গঠন উপাদান কী?
উত্তর : শর্ট ও প্যান্টের গঠন উপাদান হলো জৈব যৌগ ও তন্তু ।

প্রশ্ন ১৬। সালোকসংশ্লেষণের সময় কোন ধরনের পরিবর্তন ঘটে?
উত্তর: সালোকসংশ্লেষণের সময় জীব রাসায়নিক পরিবর্তন ঘটে ।

প্রশ্ন ১৭। পরমাণুর গঠন ব্যাখ্যা করতে রসায়নের কোন শাখা ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর : গাণিতিক হিসাবনিকাশ-এর সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে সাধারণত কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করা হয়।

প্রশ্ন ১৮ । প্ৰিজারভেটিভস কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর : প্রক্রিয়াজাত খাদ্য বিশেষ করে জুস, সস, কেক, বিস্কুট প্রভৃতিতে বেশি সময় ধরে সংরক্ষণের জন্য প্ৰিজারভেটিভস ব্যবহার করা হয়।

প্রশ্ন ১৯। জ্বালানির অপূর্ণ দহনে কোনটি উৎপন্ন হয়?
উত্তর : জ্বালানির অপূর্ণ দহনে সাধারণত বিষাক্ত কার্বন মনোক্সাইড (CO) গ্যাস উৎপন্ন হয়ে থাকে।

প্রশ্ন ২০। রসায়নে অনুসন্ধান ও গবেষণা কার্যক্রমের প্রথম ধাপটি কী?
উত্তর : রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ হল বিষয়বস্তু নির্ধারণ বা সমস্যা চিহ্নিতকরণ ।

প্রশ্ন ২১। দুটি দাহ্য পদার্থের নাম লিখ ।
উত্তর : দুটি দাহ্য পদার্থ হলো- পেট্রোলিয়াম, অ্যারোসল।

প্রশ্ন ২২। জীব রাসায়নিক প্রক্রিয়া কী?
উত্তর : জীবদেহে যেসব পরিবর্তন সাধিত হয় তাদের জীব রাসায়নিক পরিবর্তন বলে ।

প্রশ্ন ২৩ । রাসায়নিক সারে বিদ্যমান প্রধান মৌলগুলো কী কী?
উত্তর : রাসায়নিক সারে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস প্রভৃতি প্রয়োজনীয় মৌলগুলো উপস্থিত থাকে ।

প্রশ্ন ২৪। জীবচন্দ্র কী?
উত্তর : জীবস্তরের মধ্যে রাসায়নিক দ্রব্যসমূহের চক্রাকার আবর্তনকে জীবচন্দ্র বলে ।

প্রশ্ন ২৫ । পানির কয়েকটি উৎসের নাম লিথ ।
উত্তর : পানির উল্লেখযোগ্য কয়েকটি উৎস হলো- নদী, সাগর, বৃষ্টি, ঝরণা ইত্যাদি ।

প্রশ্ন ২৬ । ভূ-গর্ভে প্রচণ্ড চাপ ও তাপে কোনটি কয়লায় পরিণত হয়?
উত্তর : ভূ-গর্ভে প্রচণ্ড চাপ তাপে উদ্ভিদ দেহ কয়লায় পরিণত হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!