ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ১৫


* বিধবা বিবাহ প্রচলন করা হয় কত সাল থেকে? - ১৮৫৬ থেকে।

* দ্বৈত শাসনব্যবস্থার প্রবর্তক কে? - লর্ড ক্লাইভ।


* দ্বৈত শাসনব্যবস্থা চালু হয় কবে? - ১৭৬৫ সালে।

* কে দ্বৈত শাসনব্যবস্থা বিলোপ করেন? - ওয়ারেন হেস্টিংস।

* উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? - ওয়ারেন হেস্টিংস।

* উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে? - লর্ড ক্যানিং।

* ইংরেজ ইস্টইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন? - ১৭৬৫ সালে।

* ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? - ১৮৫৮ সালে।

* সাম্রাজ্যবাদী স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে? - লর্ড ডালহৌসী।

* সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল কবে? - ১৮৫৭ সালে।

* সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়?

- বঙ্গদেশের ব্যারাকপুরে (৯মার্চ, ১৮৫৭)।

* উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নর কে? - লর্ড ক্লাইভ।

* ইতিহাস খ্যাত দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?

- ১৭৭০ সালে।

* ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল বাংলা কত সালে? - ১১৭৬ সালে।

* ‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?

- ১৯৪৩ সালে (বাংলা ১৪৫০ সালে)।

* বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে?

- ওয়ারেন হেস্টিংস।

* ব্রিটিশ পার্লামেন্টে ‘রেগুলেটিং অ্যাক্ট’ পাস হয় কবে? -১৭৮৪ সালে।

* ‘অন্ধকূপ হত্যা’ কী?

- হলওয়ে কর্তৃক সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে ১২৩ জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার।

* ‘অন্ধকূপ হত্যা’ সংঘটিত হয় কত সালে? - ১৭৬৫ সালে।

* ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর উপমহাদেশে শাসন করেছিল?

- ১৯০ বছর (১৭৫৭-১৯৪৭)।

* টিপু সুলতান কোন রাজ্যের শাসক ছিলেন? - মহীশূরের।

* উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? - লর্ড মাউন্ট ব্যাটেন

* ১৯০৫ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে?

- ব্যামফিল্ড ফুলার।

* প্রথম দিকে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? - তিতুমীর।

* তিতুমীরের প্রকৃত বা আসল নাম কী? - সৈয়দ নিসার আলী।

* তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? - নারিকেলবাড়িয়া।

* নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা ধ্বংস হয় কবে? - ১৮৩১ সালে।

* কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয়? - লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট।

* নীল বিদ্র্রোহের অবসান ঘটে কবে? - ১৮৬০ সালে।

* বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

বা, বাংলাদেশের ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?

বা, ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন? - হাজী শরীয়তউল্লাহ।

* ফরায়েজী আন্দোলনকে কে রাজনৈতিক আন্দোলনে রূপদান করে? - দুদু মিয়া।

* ফকির আন্দোলনের নেতৃত্ব দেন কে? - মজনু শাহ।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to " জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ১৫ "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All