Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


জেনে রাখি পর্ব ১২

প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সাথর্ক কবি কে?
উত্তর : ফকির গরিবুল্লাহ।

প্রশ্ন : মধ্য যুগের বাংলা সাহিত্যেও শ্রেষ্ঠ কবি কে?
উত্তর : মুকুন্দরাম চক্রবর্তী।

প্রশ্ন : বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
উত্তর : কাব্য।

প্রশ্ন : বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়?
উত্তর : আধুনিক যুগে।

প্রশ্ন : আলাওল কোন যুগের কবি?
উত্তর : মধ্য যুগের।

প্রশ্ন : মধ্য যুগের অবসান ঘটে কখন?
উত্তর : ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।

প্রশ্ন : উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?
উত্তর : লালন শাহ।

প্রশ্ন : বাংলা গদ্যের জনক কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন : আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?
উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : ‘নদী ও নারী’ কার রচনা?
উত্তর : হুমায়ন কবির

প্রশ্ন : ‘বঙ্গভাষা’ কবিতাটি মাইকেল প্রথম কী নামে লিখেছেন?
উত্তর : কবি মাতৃভাষা

প্রশ্ন : ‘শকল’ শব্দটির অর্থ
উত্তর : মাছের আঁশ

প্রশ : ‘সোনার তরী’ কবিতাটি
উত্তর : রূপক কবিতা

প্রশ্ন : ‘একুশের গল্প’-এর তপু কোথায় গুলিবিদ্ধ হয়েছিল?
উত্তর : হাইকোটের্র মোড়ে

প্রশ্ন : ‘কবর’ কবিতায় পরীর মতো কে?
উত্তর : নাতনি।

প্রশ্ন : বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন?
উত্তর : কাশীরাম দাস।

প্রশ্ন : মহাভারতের আদি রচয়িতা কে?
উত্তর : বেদব্যাস।

প্রশ্ন : গীতি কাব্যের রচয়িতা কে?
উত্তর : গোবিন্দচন্দ্র দাস।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image