প্রশ্ন : দেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
প্রশ্ন : বতর্মান বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর : চীন।
প্রশ্ন : সম্প্রতি কোন দেশটি মৃত্যুদন্ড বিধান বাতিল করেছে?
উত্তর : রুয়ান্ডা।
প্রশ্ন : হ্যারি পটার বইটি সম্প্রতি কোন নামে প্রকাশিত হয়েছে?
উত্তর : হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস।
প্রশ্ন : সম্প্রতি কোন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ধূমপান নিষেধ করা হয়েছে?
উত্তর : মিয়ানমারের।
প্রশ্ন : ‘গ্লোবালাইজেশন’ শব্দের উদ্ভাবক কে?
উত্তর : থিওসের লেডি।
প্রশ্ন : এশিয়ান হাইওয়ে কতটি দেশের মধ্যে সড়ক পথ স্থাপন করবে?
উত্তর : ৩২টি।
প্রশ্ন : বিশ্বের প্রথম ক্লোন মানব শিশুর নাম কী?
উত্তর : ইভ (কন্যা শিশু)।
প্রশ্ন : বিশ্বের কতটি দেশে এখন পযর্ন্ত স্বাধীন সংবাদপত্র নেই?
উত্তর : ৬১টি।