ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জেনে রাখি পর্ব ১৩


---রাধা, কৃষ্ণ , বড়ায়ি যে রচনার চরিত্র- শ্রীকৃষ্ণকীর্তন।

---মৈমনসিংহ গীতিকাগুলো সংগ্রহ করেন— চন্দ্রকুমার দে।

---বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে তৈরি হয়—ব্রজবুলি ভাষা।

---‘তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির
লেখক- অদ্বৈত মল্লবর্মণ।

---‘সুবচন নির্বাসনে' নাটকটির নাট্যকার-
আদুল্লাহ আল মামুন।

---‘সূর্য-দীঘল বাড়ী' উপন্যাসের
লেখক--আবু ইসহাক।

---‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
গ্রন্থটির রচয়িতা— আবুল মনসুর আহমদ।

---‘গোবিন্দলাল’ ও ‘রোহিণী' যে উপন্যাসের
চরিত্ৰ— কৃষ্ণকান্তের উইল ।

---'শিউলিমালা' গ্রন্থটি কাজী নজরুল ইসলামের— গল্পগ্রন্থ।

---'নকশীকাথার মাঠ’ ইংরেজিতে অনুবাদ করেন— E.M. Millford.

--+- 'Stop Genocide' প্রামাণ্যচিত্রটির নির্মাতা— জহির রায়হান।

- ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন– জন ক্লার্ক মার্শম্যান।

- ডিরোজিওর অনুসারী মুক্তচিন্তক গোষ্ঠীকে বলা হয়-- ইয়ংবেঙ্গল।

- ‘একেই কি বলে সভ্যতা' লেখাটি  মাইকেল মধুসূদন দত্তের-- প্রহসন।

- ‘অতসী মামী' ছোটগল্পের লেখক -- মানিক বন্দ্যোপাধ্যায়।

- 'আলৌকিক ইস্টিমার' গ্ৰন্থটি— হুমায়ুন আজাদের।

- উইলিয়াম শেক্সপিয়রের নাটক 'The  Taming of the Shrew' এর বাংলা অনুবাদের নাম— মুখরা রমণী বশীকরণ।

- রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম ছোট  গল্পের নাম— ভিখারিণী।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জেনে রাখি পর্ব ১৩"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All