PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

১৩০০ কোটি বছর পুরনো চারটি গ্যালাক্সির সন্ধান!



সৌরজগতকে নিয়ে বহু আগেই শুরু হয়েছে গবেষণা। এ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই।
তারই জের ধরে এবার গভীর মহাকাশে বয়স ১৩০০ কোটি বছরের পুরনো চারটি গ্যালাক্সির খোঁজ দিয়েছে ডরাম ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি’-র ডিরেক্টর কার্লোস ফ্রেঙ্ক-এর নেতৃত্বে একটি বিজ্ঞানীদল।
সম্প্রতি এ কথা ঘোষণা করেছে ‘দ্য ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো’। এগুলোর নাম- ‘সেগ-১’, ‘বুটস-১’, ‘টুকানা ২’, ‘উরসা মেয়র ১’। বয়সে বড় হলেও আকারে বেশ ছোট এই ৪ গ্যালাক্সি। বিজ্ঞানীদের কথায়, ‘স্যাটেলাইট-গ্যালাক্সি’। কারণ চাঁদ যেমন পৃথিবীকে আবর্তন করছে, তেমনই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি-কে ঘিরে পাক খাচ্ছে ‘বুটস’রা। কালোর্সদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ।

কার্লোস এ বিষয়ে বলেন, ‘‘বাড়িরই পিছনে ছিল ওরা, জানা যায়নি এত দিন। জ্যোতির্বিজ্ঞানের এই আবিষ্কার অনেকটা আদিম মানুষের দেহাবশেষ খুঁজে বের করারই সমতূল্য।
এক টুকরো আদিম মহাবিশ্বের সন্ধান মিলেছে। ’’
বিজ্ঞানীদের আশা, ওই স্যাটেলাইট গ্যালাক্সিদের হাত ধরেই এক দিন সমৃদ্ধ হবে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস।

সূত্রঃ বিডি প্রতিদিন/ ২৪ আগস্ট ২০১৮/
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!