শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্র স্নাতক (সম্মান) ১ম বষর্ ১ম সেমিস্টারের ভতির্ পরীক্ষা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভতির্ পরীক্ষার এই সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ভতির্ কমিটির সভাপতি ও স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শামসুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৫২তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ২০৯তম সিন্ডিকেটে বিষয়টি অনুমোদিত হয়। ভতির্ কমিটির সভাপতি জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভতির্ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভতির্সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্রঃ jaijaidinbd.com