অঙ্কের বিবরণঃ
১. যে কোন একটি রশ্মি PQ নিই।
২. P বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি যা Q বিন্দু দিয়ে যায়।
৩. আবার Q বিন্দুকে কেন্দ্র করে P বিন্দু দিয়ে যায় এমন আরো একটা বৃত্তচাপ আঁকি। ধরি, বৃত্তচাপদ্বয় পরস্পর R বিন্দুতে ছেদ করে।
৪. P ও R যোগ করি। তাহলে ∠RPQ ই উদ্দিষ্ট কোণ। যার মান ∠RPQ= 60°
চাঁদা ব্যবহার না করে কম্পাসের সাহায্যে 60 ডিগ্রী কোণ আঁকার নিয়ম।
0
চাঁদ ব্যবহার না করে কম্পাসের সাহায্যে 60 ডিগ্রী কোণ আঁক।
Tags