চাঁদা ব্যবহার না করে 105 ডিগ্রী কোণ আঁক।
অঙ্কণের বিবরণঃ
১. যে কোন একটা রশ্মি OA নিই।
২. O বিন্দুকে কেন্দ্র করে সুবিধামত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি OA কে C বিন্দুতে ছেদ করে।
৩. C কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। যা আগের বৃত্তচাপকে M বিন্দুতে ছেদ করে।
৪. আবার M কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ আঁকি। যা প্রথম বৃত্তচাপটিকে L বিন্দুতে ছেদ করে।
৫. M ও L কে কেন্দ্র করে M L এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর B বিন্দুতে ছেদ করে।
৬. O, B যোগ করি। ধরি, OB রশ্মি প্রথম বৃত্তচাপটিকে N বিন্দুতে ছেদ করে।
৭. N ও L কে কেন্দ্র করে N L এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। ধরি, বৃত্তচাপদ্বয় পরস্পর S বিন্দুতে ছেদ করে ।
৮. O, S যোগ করি। তাহলে ∠SOA = 105°
Tags