প্রশ্ন : সবচেয়ে বেশি ফুল চাষ করা হয় কোন জেলায়?
উত্তর : যশোর
প্রশ্ন : সাবরাথা শহর কোথায়?
উত্তর : লিবিয়ায়
প্রশ্ন : বিশ্ব অটিজম দিবস কবে?
উত্তর : ২ এপ্রিল
প্রশ্ন : ফিনল্যান্ডের বতর্মান প্রধানমন্ত্রী কে যিনি নিজেই বিমান চালিয়ে বিভিন্ন সরকারি সফরে যান?
উত্তর : ইয়ুহ সিপিলা
প্রশ্ন : বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে?
উত্তর : ২৫ এপ্রিল
প্রশ্ন : দ্য প্রিন্স বইটির লেখক?
উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি
প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম কী?
উত্তর : রাইসিনা হিল
প্রশ্ন : কোন জেলায় প্রথমবারের মতো রেললাইন সংযোগ হতে যাচ্ছে?
উত্তর : কক্সবাজার
প্রশ্ন : পযর্টক আকষের্ণ বিশ্বে প্রথম কোন দেশ?
উত্তর : স্পেন
প্রশ্ন: কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তর: লাইগেজ
প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সবর্জন গ্রহীতা বলে?
উত্তর: এবি গ্রুপকে
প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সবর্জনীন দাতা বলে?
উত্তর: ও গ্রুপ
প্রশ্ন: কোন জন্তুর চারটি পাকস্থলী আছে?
উত্তর: গরুর
প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উত্তর: শুশুক
প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়?
উত্তর: তামা
প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর: কঠিন মাধ্যমে
প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর: ব্রোমিন
প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর: পারদ