৪৫. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
(ক) দিল্লীর (খ) হোসেন শাহীর (গ) ফরিদপুর রাজসভার (ঘ) আরাকান রাজসভার
সঠিক উত্তর : (ঘ) আরাকান রাজসভার
৪৬. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
(ক) মালিক জায়সী (খ) ফেরদৌসী (গ) সৈয়দ হামজা (ঘ) দৌলত উজির বাহরাম খান
সঠিক উত্তর : (খ) ফেরদৌসী
৪৭. ‘লাইলী মজনু’ কাব্যের অনুবাদক হলেন
(ক) সাবিরিদ খান (খ) সৈয়দ সুলতান (গ) দৌলত উজির বাহরাম খান (ঘ) আলাওল
সঠিক উত্তর : (গ) দৌলত উজির বাহরাম খান
৪৮. মধ্যযুগের প্রণয়কাব্য ‘লাইলী মজনু’ কার রচনা? লাইলী মজনু কাব্যের রচয়িতা
(ক) শাহ মুহম্মদ সগীর (খ) দৌলত উজির বাহরাম খান (গ) সাবিরিদ খান (ঘ) দৌলত কাজী
সঠিক উত্তর : (খ) দৌলত উজির বাহরাম খান
৪৯. বাংলা সাহিত্য প্রণয়োপ্যাখ্যান কোনটি?
(ক) পদ্মাবতী (খ) চন্দ্রাবতী (গ) ইউসুফ জোলেখা (ঘ) লাইলী মজনু
সঠিক উত্তর : (গ) ইউসুফ জোলেখা
৫০. ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন
(ক) ভারতচন্দ্র (খ) আলাওল (গ) সৈয়দ হামজা (ঘ) আব্দুল হাকিম
সঠিক উত্তর : (খ) আলাওল
৫১. মধ্যযুগের কোন কবি আরাকান রাজসভায় কাব্যচচার্ করতেন?
(ক) আলাওল (খ) কাজী দৌলত (গ) শাহ মুহম্মদ সগীর (ঘ) সৈয়দ হামজা
সঠিক উত্তর : (ক) আলাওল
৫২. রোমান্টিক প্রণয়োপ্যাখ্যান ধারার প্রথম কবি কে?
(ক) শাহ মুহম্মদ সগীর (খ) বিদ্যাপতি (গ) বাহরাম খান (ঘ) শাহ মুহম্মদ গরীবুল্লাহ
সঠিক উত্তর : (ক) শাহ মুহম্মদ সগীর
৫৩. আলাওল কোন যুগের কবি? (ক) প্রাচীন যুগের (খ) মধ্যযুগের (গ) যুগ সন্ধিক্ষণের (ঘ) আধুনিক যুগের
সঠিক উত্তর : (খ) মধ্যযুগের
৫৪. রোমান্টিক প্রণয়োপ্যাখ্যান ধারার অন্যতম সাহিত্যিক নিদশর্ন
(ক) হাকন্দ পুরান (খ) গীতাঞ্জলি (গ) অন্নদামঙ্গল (ঘ) পদ্মাবতী
সঠিক উত্তর : (ঘ) পদ্মাবতী
৫৫. শাহ মুহম্মদ সগীরের ‘ইউসুফ জোলেখা’ কোনটি অবলম্বনে রচিত?
(ক) কুরআন ও বাইবেল (খ) আরবীয় লোককাহিনী (গ) জামীর কাব্য (ঘ) নিজামীর কাব্য
সঠিক উত্তর : (ক) কুরআন ও বাইবেল
৫৬. হিন্দি কবি মনঝন রচিত ‘মধুমালত’ অবলম্বনে মধুমালতী কাব্য রচনা করেন কে?
(ক) আলাওল (খ) মুহম্মদ কবীর (গ) মাগন ঠাকুর (ঘ) কাজী দৌলত
সঠিক উত্তর : (খ) মুহম্মদ কবীর
৫৭. সাবিরিদ খান কোন জেলার অধিবাসী ছিলেন?
(ক) ঢাকা (খ) রাজশাহী (গ) সিলেট (ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর : (ঘ) চট্টগ্রাম
৫৮. মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গবের্বাধ করতেন?
(ক) দৌলত কাজী (খ) সৈয়দ সুলতান (গ) আবদুল হাকিম (ঘ) মাগন ঠাকুর
সঠিক উত্তর : (গ) আবদুল হাকিম
৫৯. হিন্দি কবি সাধন রচিত ‘মৈনাসত’ অবলম্বনে সতীময়না লোরচন্দ্রানী কাব্য রচনা করেন কে?
(ক) দৌলত কাজী (খ) মাগন ঠাকুর (গ) সৈয়দ সুলতান (ঘ) আলাওল
সঠিক উত্তর : (ক) দৌলত কাজী
৬০. কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
(ক) মনঝন (খ) সাধন (গ) সাবিরিদ খান (ঘ) মালিক মুহম্মদ জায়সী
সঠিক উত্তর : (ঘ) মালিক মুহম্মদ জায়সী
৬১. ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?
(ক) রত্নসেন ও পদ্মাবতী (খ) মরদান ও পদ্মাবতী (গ) সাধন ও পদ্মাবতী (ঘ) অসীম ও পদ্মাবতী
সঠিক উত্তর : (ক) রত্নসেন ও পদ্মাবতী
৬২. বাংলা সাহিত্যে আরকানকে কি নামে অভিহিত করা হতো?
(ক) সরন্দীপ (খ) গৌড় (গ) রোসাঙ্গ (ঘ) বামার্
সঠিক উত্তর : (গ) রোসাঙ্গ
৬৩. মরদান রচিত কাব্যগ্রন্থের নাম কী?
(ক) নূরনামা (খ) মধুমালতী (গ) চন্দ্রাবতী (ঘ) নসীরনামা
সঠিক উত্তর : (ঘ) নসীরনামা
৬৪. মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কী ছিল?
(ক) হিন্দু ধর্ম(খ) বৈষ্ণব ধর্ম (গ) নাথ ধর্ম (ঘ) সনাতন ধর্ম
সঠিক উত্তর : (গ) নাথ ধর্ম
৬৫. নাথ সাহিত্যের প্রধান কবি কে?
(ক) শেখ ফয়জুল্লাহ (খ) দুলর্ভ মল্লিক (গ) শুকুর মাহমুদ (ঘ) ভীমসেন রায়
সঠিক উত্তর : (ক) শেখ ফয়জুল্লাহ