ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাম্প্রতিক প্রশ্নোত্তর - বাংলাদেশ - General Knowledge

বাংলাদেশ
প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১০০টি ।

প্রশ্ন ২৬ এপ্রিল ২০১৮ কোন দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়া হয়৷
উত্তর : বান্দরবান বিশ্ববিদ্যালয় ও শাহ মখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়, রাজশাহী ।

প্রশ্ন : ৪৫তম OIC পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়।
উত্তর :৫-৬ মে ২০১৮; ঢাকা, বাংলাদেশ।

প্রশ্ন : পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম কী।
উত্তর : পরিবেশ, বন ও জলবায়ু পরিবল মন্ত্রণালয়।

প্রশ্ন : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নাম ইংরেজিতে কী হবে।

উত্তর : Ministry of Environment ,
Forest and Climate Change.

প্রশ্ন : ১৪ মে ২০১৮ ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) কোন প্রতিষ্ঠানের সাথে।
অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে ?

উত্তর : চীনের শেনঝেন স্টক এক্সচেঞ্জ (SZSE) ও সাংহাই স্টক এক্সচেঞ্জ (SSE)।

প্রশ্ন : চীনের শেনঝেন স্টক এক্সচেঞ্জ
(SSE) ও সাংহাই স্টক এক্সচেঞ্জ
(ssf) ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE)
কত শতাংশ শেয়ার ক্রয় করেছে?
উত্তর: ২৫%

প্রশ্ন : দেশের প্রথম তরুল পেট্রোলিয়াম গাস (LPG)
ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : কুয়াকাটা, পটুয়াখালী।

প্রশ্ন : সি-১২২২১, সি-২৫৯৩, সি ১২০৩৩ ও সি ৩৪৭৩ লবণাক্ততা সহিষ্ণু  কিসের নতুন জাত৷
উর : পাট।

প্রশ্ন : দেশে কতটি শ্ৰম আদালত রয়েছে:
উত্তর : ৭টি; যার তিনটি ঢাকায়, দুটি চট্টগ্রামে এবং একটি করে খুলনা ও রাজশাহীতে।

প্রশ্ন : ২০১৮ সালে রবীন্দ্র পদক লাভ করেন কে কে?
উত্তর: অকুল মোমেন এবং শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।

প্রশ্ন : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) কবে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-) অনুমোদিত হয়?
উত্তর : ২২ মে ২০১৮।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাম্প্রতিক প্রশ্নোত্তর - বাংলাদেশ - General Knowledge "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All