ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ০৭ জুন

ঐতিহাসিক ৬ দফা দিবস আজ

১০৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে।

১৩২৯ খ্রিস্টাব্দের এই দিনে স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের মৃত্যু।

১৪১৩ খ্রিস্টাব্দের এই দিনে নেপলসের রাজা ল্যাডিস্ল রোম দখল করেন।

১৫৪৬ খ্রিস্টাব্দের এই দিনে আরড্রেস শান্তিচুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধাবসান।

১৫৫৭ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৫৬৫ খ্রিস্টাব্দের এই দিনে দাক্ষিণাত্যের রাজা হুসাইন নিজাম শাহ’র মৃত্যু।

১৬৫৪ খ্রিস্টাব্দের এই দিনে ষোড়শ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৬৫ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর পারস্যে ভূমিকম্পে ৪০ হাজার লোকের মৃত্যু।

১৮১০ খ্রিস্টাব্দের এই দিনে নবাব সৈয়দ জিনে উদ্দিনের বাংলার মসনদে আরোহণ।

১৮২৬ খ্রিস্টাব্দের এই দিনে ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, একজন জার্মান আলোকবিজ্ঞানী এর মৃত্যু।

১৮৩৭ খ্রিস্টাব্দের এই দিনে অ্যাডলফ হিটলারের বাবা অ্যালোইস হিটলারের জন্ম।

১৮৪৮ খ্রিস্টাব্দের এই দিনে পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর এর জন্ম।

১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে রোটারি ছাপাখানার মার্কিন উদ্ভাবক রিচার্ড মার্শ হো’র মৃত্যু।

১৮৬৮ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক ও রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আকরম খাঁর জন্ম।

১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব এর জন্ম।

১৮৭৯ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানীর বিখ্যাত প্রাচ্যবিদ ও ইরান-বিশেষজ্ঞ আর্নেস্ট হার্টসফিল্ড জন্ম গ্রহণ করেন।

১৮৭৯ খ্রিস্টাব্দের এই দিনে ল্যাটিন আমেরিকার তিনটি দেশ পেরু, চিলি ও বলিভিয়ার মধ্যে পাঁচ বছরের যুদ্ধ শুরু হয়।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেনের কাছ থেকে নরওয়ের স্বাধীনতা লাভ।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে ওরহান পামুক, ২০০৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী তুর্কী সাহিত্যিক এর জন্ম।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ এর মৃত্যু।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে ছয় দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জন নিহত ও শত শত আহত হয়।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে কাফু, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় এর জন্ম।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার কর্তৃক ৫শ’ ও ১শ’ টাকার নোট বাতিল ঘোষণা।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের পার্বত্যাঞ্চলে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনী গঠিত।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেট।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন লেখক হ্যানরী মিলার পরলোকগমন করেন।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গীবিমানগুলো ইরাকের রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ইরাকী পারমাণবিক স্থাপনায় এক আগ্রাসী অভিযান চালিয়ে তা ধ্বংস কোরে দেয়।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে সুরিনামে বিমান দুর্ঘটনায় ১৬২ জনের মৃত্যু।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ২শ’ যাত্রীর প্রাণহানি।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে আজারবাইজানে প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন। এবুলতাজ এলসিবের জয়লাভ।

২০১১ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পী মোহাম্মদ কিবরিয়ার মৃত্যু।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ০৭ জুন "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All