ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

ইংরেজি ২য় পত্র: Preposition To, At এর ব্যবহার

Pre অর্থ পুর্বে আর position অর্থ অবস্থান। যে word কোন ,noun বা pronoun এর পূর্বে বসে তার সাথে অন্য কোন noun বা word এর সম্পর্ক নির্দেশ করে তাকে preposition বলে। অনেক ধরনের preposition এবং এর ব্যবহার আছে , তার মধ্য থেকে কয়েকটার ব্যবহার দিলাম…

To এর ব্যবহার

১।কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে।যেমনঃ i. He goes to school everyday. ii. He came to Bangladesh in 1971.
বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad, here, there এর আগে to বসে না।
ব্যতিক্রমঃ From here to there.
২।বাক্যে V+তে / র = to+V1. যেমনঃ i. He told me to read a book. ii.I have nothing to give you.
৩।ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে।যেমনঃ He came to me.
৪।অনুসারে বুঝাতে to বসে।যেমনঃ The food is to me test.
৫।সীমানার বাইরে বুঝাতে to বসে।যেমনঃ Japan is to the east of our country.
৬।পর্যন্ত বুঝাতে to বসে।যেমনঃ They fought to the last.
৭।পরিমান / হার বুঝাতে to বসে।যেমনঃ There are 2.54 c.m. to an inch.
নিম্নের শব্দ গুলোর পর to বসে।
incline, harmful, beneficial, injurious, according, accustomed, add, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devote, expose, exceptional, yeld, grateful, hostile, indebted, introduced, irrelevant, liable, loyal,object, prefer, preferable, senior,junior, superior,talk, inferior, prone, refer, reply, speak, lead, eager,willing.

At এর ব্যবহার

১।অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে যেমনঃ গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে।যেমনঃ
at Kashipur, at Chashara
২। সময় বুঝাইতে at বসে। যেমনঃ I go to bed at 10 o’ clock.
৩।অবস্থা বুঝাইতে at বসে। যেমনঃ The country is at war now.
৪।হার / গতি বুঝাইতে at বসে। যেমনঃ Iffat was driving the car at 100 kilometers per hour.
৫।দায়িত্ব বুঝাইতে at বসে। যেমনঃ You must repair it at your own cost.
৬।দূরত্ব বুঝাইতে at বসে। যেমনঃ Dhaka is at 50 kilometers from here.
৭।বয়স বুঝাইতে at বসে। যেমনঃ He lost his father at 10.
৮।দিক বুঝাইতে at বসে। যেমনঃ He pointed the gun at him.
নিম্নের শব্দ গুলোর পর to বসে।
arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, louch, wonder, alarm, jeer.
In এর ব্যবহার
১।কোন বিষয় বা ভাষায় বুঝালে তার আগে in বসে। যেমনঃ in English, in Accounting, in Arabic.
২।বড় স্থান বুঝাতে in বসে। যেমনঃ We live in Bangladesh.
৩।সময়ের ক্ষেত্রে ( মাস / বছর / ঋতুর নাম ) বুঝাতে in বসে। যেমনঃ We won independence in December in 1971.
৪।ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ I am unable to help you in this regard.
৫।অবস্থা বুঝাতে in বসে। যেমনঃ He is in a good health.
৬।বিবেচনা বুঝাতে in বসে। যেমনঃ You have to do it in your own interest.
৭।পেশার ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ He has been in politics.
৮।মাধ্যম বুঝাতে in বসে। যেমনঃ You have to pay the bill in cash.
৯।অনুপাতের ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ In England, one in three enters higher education.
নিম্নের শব্দ গুলোর পর in বসে।
expert, excel, indulge, succeed, believe, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade.

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "ইংরেজি ২য় পত্র: Preposition To, At এর ব্যবহার "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All