Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

JSC লেখাপড়া: গণিত ২য় অধ্যায়

অধ্যায়-২
১। প্রতিবছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কী বলা হয়?
ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল
গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন
সঠিক উত্তর : গ. চক্রবৃদ্ধি মুনাফা
২। সরল মুনাফার ক্ষেত্রে-
র. ও = prn
রর. অ = p(1 + r)n
ররর. সবৃদ্ধি মূলধন = p(1 + nr)
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র ও রর
সঠিক উত্তর : খ. র ও ররর
৩। বার্ষিক মুনাফার হার ১০% হলে কত বছরে টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
ক. ৫ খ. ১০
গ. ১৫ ঘ. ২০
সঠিক উত্তর : খ. ১০
৪। শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
ক. ৫% খ. ১০%
গ. ১৫% ঘ. ২০%
সঠিক উত্তর : খ. ১০%
৫। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো মূলধন ৮ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হবে?
ক. ৫% খ. ১০%
গ. ১২.৫% ঘ. ১৫%
সঠিক উত্তর : গ. ১২.৫%

দিলীপ বাবু ৫০০০ টাকা ১২% মুনাফায় একটি বেসরকারি ব্যাংকে জমা রাখলেন।
ওপরের তথ্যের আলোকে নিচের ৬ ও ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও।
৬। এক বছরান্ত্মে তিনি কত টাকা মুনাফা পাবেন?
ক. ২০০ টাকা
খ. ৩০০ টাকা
গ. ৫০০ টাকা
ঘ. ৬০০ টাকা
সঠিক উত্তর : ঘ. ৬০০ টাকা
৭। ২ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
ক. ১২৭২ টাকা
খ. ১২০০ টাকা
গ. ৭২ টাকা
ঘ. ১ টাকা
সঠিক উত্তর : গ. ৭২ টাকা
৮। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
ক. চ
খ. অ
গ. ঈ
ঘ. ৎ
সঠিক উত্তর : গ. ঈ
৯। ু টাকার ু% মুনাফায় ৪ বছরের মুনাফা ু টাকা হলে ু-এর মান নিচের কোনটি?
ক. ৫
খ. ১০
গ. ১৫
ঘ. ২৫
সঠিক উত্তর : ঘ. ২৫
১০। ৩৬০০ টাকায় ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৫০০০ টাকা
খ. ৫৪০০ টাকা
গ. ৫০২০ টাকা
ঘ. ৫০৪০ টাকা
সঠিক উত্তর : ঘ. ৫০৪০ টাকা
১১। একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। এর ক্রয়মূল্য কত?
ক. ১২৫০ টাকা
খ. ১১০০ টাকা
গ. ১০০০ টাকা
ঘ. ৮০০ টাকা
সঠিক উত্তর : গ. ১০০০ টাকা
১২। একটি পেন্সিল ১০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে সেটির বিক্রয় মূল্য কত হবে?
ক. ১১ টাকা
খ. ১২ টাকা
গ. ১৫ টাকা
ঘ. ২০ টাকা
সঠিক উত্তর : ক. ১১ টাকা
১৩। ৫% মুনাফায় ৩৬০ টাকার কত বছরের মুনাফা ১৮০ টাকা হবে?
ক. ২০
খ. ১৩
গ. ১২
ঘ. ১০
সঠিক উত্তর : ঘ. ১০
১৪। শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. সরল মুনাফা
খ. সবৃদ্ধি মূল
গ. চক্রবৃদ্ধি মুনাফা
ঘ. মূলধন
সঠিক উত্তর : ক. সরল মুনাফা
কামাল সাহেব একটি আর্থিক ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০,০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ১২০০০ টাকা পরিশোধ করেন।
ওপরের তথ্যের আলোকে নিচের ১৫ ও ১৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও।
১৫। ৫০,০০০ টাকার ৮% = কত?
ক. ৫০০০ টাকা
খ. ৪০০০ টাকা
গ. ৩০০০ টাকা
ঘ. ২০০০ টাকা
সঠিক উত্তর : খ. ৪০০০ টাকা
১৬। প্রথম কিস্ত্মি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে?
ক. ৩০০০০ টাকা
খ. ৩২০০০ টাকা
গ. ৪২০০০ টাকা
ঘ. ৩৪১২০ টাকা।
সঠিক উত্তর : গ. ৪২০০০ টাকা
১৭। শতকরা বার্ষিক কত হার মুনাফায় ৭০০ টাকার ৩ বছরের মুনাফা ৮৪ টাকা হবে?
ক. ১%
খ. ২%
গ. ৩%
ঘ. ৪%
সঠিক উত্তর : ঘ. ৪%
১৮। নিচের কোনটি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার সূত্র?
ক. চহৎ
খ. চ(১ + ৎ)হ ু চ
গ. চ - চ(১ + ৎ)হ
ঘ. (১ + ৎ)হ
সঠিক উত্তর : খ. চ(১ + ৎ)হ ু চ
অধ্যায়-৩
১। কোন শতাব্দীতে পরিমাপের আন্ত্মর্জাতিক পদ্ধতির প্রবর্তন হয়?
ক. ষষ্ঠদশ
খ. সপ্তদশ
গ. অষ্টাদশ
ঘ. ঊনবিংশ
সঠিক উত্তর : গ. অষ্টাদশ
২। ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ১ একক
খ. ১ বর্গ একক
গ. ২ একক
ঘ. ২ বর্গ একক
সঠিক উত্তর : খ. ১ বর্গ একক
৩। ৬ মি. ৮ ডেসি মি. ৭ সে.মি. = কত মি.মি.?
ক. ৬৮৭ মি.মি.
খ. ৬০৮৭ মি.মি.
গ. ৬৮৭০ মি.মি.
ঘ. ৬৮৭০০ মি.মি.
সঠিক উত্তর : গ. ৬৮৭০ মি.মি.
৪। ল্যাটিন ভাষায় মি.লি. অর্থ কী?
ক. দশমাংশ
খ. শতাংশ
গ. সহস্রাংশ
ঘ. অযুতাংশ
সঠিক উত্তর : গ. সহস্রাংশ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.