বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস আজ
১৪৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ইতালিয়ান দার্শনিক নিকোলো ম্যাকিয়াভ্যালি জন্মগ্রহণ করেন।
১৪৯৪ খ্রিস্টাব্দের এই দিনে কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।
১৫১৫ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগীজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বিপ দখল করে৷
১৭৬৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।
১৭৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।
১৭৮৮ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।
১৮৩৭ খ্রিস্টাব্দের এই দিনে অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় গ্রীসে।
১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৩৭) ইংরেজ পদার্থবিদ জর্জ টমসনের জন্ম।
১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের পদার্থবিদ, নোবেল বিজয়ী আলফ্রেড ক্যাস্টলারের জন্ম।
১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে শহীদ জননী জাহানারা ইমামের জন্ম।
১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে মার্গারেট মিচেল তার “Gone with the Wind.” এর জন্য পুলিৎজার পুরুস্কার পান।
১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী এর জন্ম।
১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয় আমস্ট্রাডামে।
১৯৬৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয় ৷
১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হুসেনের ইন্তেকাল।
১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে ৷
১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে কবি ও কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের মৃত্যু।
১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ইংলিশ উইকেটরক্ষক টমাস ইভান মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারে তিনি ৯১টি টেস্ট খেলেন।
২০০১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়।
২০০২ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে।
২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে জেনারেল অরোরা মৃত্যুবরণ করেন।
২০০৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের মারাঠি লেখক রাম শেখরের মৃত্যু।