...স্যার আইজাক নিউটনের সময় অনেকে বিশ্বাস করত যে প্রিজম নতুন রঙের আলো সৃষ্টি করে।
... সামান্য কিছু ব্যাক্টেরিয়া এবং ছত্রাক ছাড়া মৃত সাগরে কোন মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না।
...বাংলাদেশ টেলিভিশনের সময়ের কথা আলোচনা অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত রসিকতার ছলে বাংলাদেশীদের "ষড়যন্ত্রপ্রবণ" আখ্যা দিয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।
...লুৎফর রহমান তাঁর নিজ বাসভবনে গড়ে তুলেছিলেন নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান যার সভানেত্রী ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং সম্পাদক ছিলেন তিনি নিজেই।
...পুঁথিঘর ও মুক্তধারা-র প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা ১৯৭২ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকার বাংলা একাডেমীর বইমেলার সূচনা করেন।
...ফার্সি ভাষায় একটি বহুল প্রচলিত প্রবাদে এসফাহন শহরকে পৃথিবীর অর্ধাংশ উপমা দেয়া হয়।
... অষ্টাদশ শতকে বাংলায় ফকির সন্ন্যাসী বিদ্রোহ চলাকালে ভারতীয় তপস্বীদের সাথে ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানির প্রচুর পরিমাণে সংঘর্ষ ঘটে।
...১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের সামরিক সরকার দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশের জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাককে তার অনুপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে।