১১৮৭ সালের এই দিনে সালাদিন জেরুজালেম অভিযান শুরু করেন।
১২৪৬ সালের এই দিনে কিয়েভের শাসক মিখাইলের মৃত্যু।
১৪৮৬ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থারের জন্ম।
১৬২০ সালের এই দিনে তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
১৮৩৩ সালের এই দিনে নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৩৩ সালের এই দিনে চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস এয়ারস যাত্রা করেন।
১৮৩৯ সালের এই দিনে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।
১৮৪৬ সালের এই দিনে ইয়োহান গেইল নেপচুন গ্রহ আবিষ্কার করেন।
১৮৪৭ সালের এই দিনে বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক আনন্দমোহন বসু জন্মগ্রহন করেন।
১৮৭০ সালের এই দিনে ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।
১৮৮২ সালের এই দিনে জার্মান রসায়নবিদ ফ্রিডরিখ ভোয়েলারের মৃত্যু।
১৯০১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৮৪] চেক কবি ইয়ারোস্লাভ সেইফের্তর জন্ম।
১৯০৭ সালের এই দিনে কবি অজিত কুমার দত্তের জন্ম।
১৯১০ সালের এই দিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী প্রমথনাথ মিত্রের মৃত্যু।
১৯৩২ সালের এই দিনে সৌদী আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আযিয বিন সৌদ দেশটির বাদশাহ হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন ।
১৯৩৯ সালের এই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রিয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের মৃত্যু।
১৯৪৩ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তনুজা জন্মগ্রহন করেন।
১৯৪৯ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৫৬ সালের এই দিনে ইতালীয় ফুটবলার পাওলো রসি জন্মগ্রহন করেন।
১৯৬৫ সালের এই দিনে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে।
১৯৭৩ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৭১] কবি পাবলো নেরুদার মৃত্যু।
১৯৮৯ সালের এই দিনে কবি, লেখক ও শিক্ষাবিদ আবু হেনা মোস্তফা কামালের ইন্তেকাল।
১৯৯১ সালের এই দিনে আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
আজকের এই দিনে : ২৩ সেপ্টেম্বর
0
Tags