২০১৭-১৮ শিক্ষাবর্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ সোমবার কুয়েটের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
আগামী ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে মোট এক হাজার পাঁচজন শিক্ষার্থী ভর্তি করা হবে।
কুয়েটের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা দেওয়া শুরু হবে। চলবে ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী অক্টোবর মাসের ৮ তারিখ বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.kuet.ac.bd) পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে [email protected] -তে ইমেইল করা যাবে।