ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ০৩ আগস্ট

১১০৮ সালের এই দিনে ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।
১২৭২ সালের এই দিনে সপ্তম হিজরীর বিশিষ্ট মনীষি ও ধর্মীয় ব্যক্তিত্ব ‘গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ’ ইরাকের কাজেমাইন শহরে ইন্তেকাল করেন ।
১৪৬০ সালের এই দিনে স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসের মৃত্যু ।

১৪৯২ সালের এই দিনে ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলোম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন ।
১৪৯২ সালের এই দিনে স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয় ।
১৭২১ সালের এই দিনে ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী গিনলিং গিবনসের মৃত্যু।
১৮৪৬ সালের এই দিনে প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্তাধিকারী হিসাবে খ্যাত শেখ মো: হাসান নাজাফী ইন্তেকাল করেন ।
A best educational website. Click here...
১৮৫৬ সালের এই দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী আলফ্রেড ডেকিনের জন্ম ।
১৮৫৮ সালের এই দিনে জন স্মীক কর্তৃক নীল নদের উত্স আবিষ্কার।
১৮৮২ সালের এই দিনে ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।
১৯১৪ সালের এই দিনে তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি করে ।
১৯১৪ সালের এই দিনে পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয় ।
১৯১৪ সালের এই দিনে ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ।
১৯১৪ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯২৮ সালের এই দিনে বিশিষ্ট ঐতিহাসিক ও বিচারপতি সৈয়দ আমীর আলীর ইন্তেকাল।
১৯৩০ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ নির্মল সেন জন্মগ্রহন করেন ।
১৯৪১ সালের এই দিনে জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয় ।
১৯৪৮ সালের এই দিনে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী জঁ-পিয়ের রাফারাঁ জন্মগ্রহন করেন।
১৯৫৪ সালের এই দিনে বিশিষ্ট ফরাসী লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ থেকে চির বিদায় নেন ।
১৯৫৬ সালের এই দিনে আবদুল জব্বার খান পরিচালিত এদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মুক্তি লাভ করে।
১৯৬০ সালের এই দিনে আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসঙ্ঘের সদস্যভুক্ত হয় ।
১৯৭৮ সালের এই দিনে সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহর ইন্তেকাল।
১৯৯৯ সালের এই দিনে পূর্ব তিমুরে নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায়ের মধ্য দিয়ে স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুদয় ঘটে। More..

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ০৩ আগস্ট"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All