প্রশ্ন : সিরাজউদ্দৌলা কলকাতা নগরী দখল করেন কখন?উত্তর : ২০ জুন, ১৭৫৬ সালে।
প্রশ্ন : নবাব ও ইংরেজদের মধ্যে কখন সন্ধি হয়?উত্তর : ৯ ফেব্রুয়ারি ১৭৫৭ সালে।
প্রশ্ন : বাংলাদেশে কবে তেল অনুসন্ধান কাজ শুরু হয়?উত্তর : ১৯৫৯ সালে।
প্রশ্ন : ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?উত্তর : বঙ্গ।
প্রশ্ন : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?উত্তর : ২২ বছর।
প্রশ্ন : ৩৬৫ দিনে বছর গণনা শুরু করে কারা?উত্তর : মিসরীয়রা।
প্রশ্ন : 'ইন দ্য লাইন অব ফায়ার' গ্রন্থের লেখক কে?উত্তর : পারভেজ মোশাররফ।
জানা অজানা সাধারণ জ্ঞান
0
Tags