ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে নিয়োগ

জনবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে। প্রতিষ্ঠানটি মোট নয়টি পদে নিয়োগ দেবে।
সহকারি প্রকৌশলী (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) পদে তিনজন, একান্ত সচিব একজন, ফিস কালচারিস্ট দুজন, সহকারী মার্কেটিং অফিসার দুজন, মার্কেটিং সহকারী একজন, ইলেকট্রিশিয়ান দুজন, প্লাম্বারে একজন, বিক্রয় পরিদর্শক চারজন এবং অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন
প্রথম তিন পদধারীরা পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা, চতুর্থ পদধারী ১২ হাজার পাঁচশ টাকা থেকে ৩০ হাজার দুই ৩০ টাকা, পঞ্চম থেকে সপ্তম পদধারীরা ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা এবং ৮ম ও ৯ম পদধারীরা পাবেন নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
যোগ্যতা
প্রতিটি পদের জন্য বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া
আবেদনপত্রের ফরম ও প্রবেশপত্র প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.bfdc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সনদপত্র ও তথ্যাদি সংযুক্ত করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় : সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বিএফডিসি ভবন, ২৩-২৪, কারওয়ানবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫।

আবেদনের সময়সীমা
আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আরো বিস্তারিত জানতে দেখুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে নিয়োগ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All