৩৩৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পাটকল করপোরেশন। মোট ১০টি পদে এ নিয়োগ দেওয়া হবে।
পদগুলো হলো—সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও শ্রমকল্যাণ, ৭ জন), সহকারী প্রকৌশলী (পুর, ২), সহকারী ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ, ৪), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক, ৭০), উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ, ২৫), সহকারী সমন্বয় কর্মকর্তা (ভাণ্ডার ক্রয়, ৬), সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা/বিমা/এমআইএস কর্মকর্তা (৫৫), সহকারী উৎপাদন কর্মকর্তা (১০৫), সহকারী নিরাপত্তা কর্মকর্তা (৯) ও সহকারী শিক্ষক (৫০)।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের (http://bjmc.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
১৭ আগস্ট, ২০১৭-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখানে