PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

১ সেপ্টেম্বর থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দিয়েছেন তিনি।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুন্দরভাবে যাতে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়া যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাতে এ পরীক্ষা নিয়ে কোনো প্রকার প্রশ্ন না উঠে।’ তিনি ভুয়া প্রশ্নপত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি ভর্তি পরীক্ষার জন্য ভাল করে পড়াশোনা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘কোচিং সেন্টার বন্ধে প্রয়োজনে আইনশৃংখলা বাহিনীর সহায়তা নিন। ভর্তি পরীক্ষার সময় কিছু মহল ভুয়া প্রশ্নপত্র বানিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত এবং নিরীহ অভিভাবকদের সঙ্গে প্রতারণা করে। এই চক্র প্রতিরোধ করতে হলে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।
মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস কিংবা ভুয়া প্রশ্ন বিতরণের মতো ঘটনা যাতে কোনোভাবে না ঘটে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। গতবছরের মতো এবারও যাতে নিখুঁত ভর্তি পরীক্ষা নেওয়া যায় তার জন্য পদক্ষেপ নিতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.